হিঙ্গিসকে সঙ্গী করে গুয়াংঝৌ জিতলেন সানিয়া

টেনিস কোর্টে অব্যাহত সানিয়া-হিঙ্গিস ঝড়। চলতি বছরে সপ্তম খেতাব জিতলেন টেনিস সুন্দরী সানিয়া। তার মধ্যে ছয়টিই সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৩
Share:

টেনিস কোর্টে অব্যাহত সানিয়া-হিঙ্গিস ঝড়।

Advertisement

চলতি বছরে সপ্তম খেতাব জিতলেন টেনিস সুন্দরী সানিয়া। তার মধ্যে ছয়টিই সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে।

যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন সপ্তাহ দু’য়েকও কাটেনি এর মধ্যেই ফের খেতাব জিতলেন বিশ্বসেরা এই ইন্দো-সুইস জুড়ি। জু শিলিন এবং য়ু জিয়াদো জুটিকে হারিয়ে গুয়াংঝৌ ওপেন জিতলেন সানিয়া-হিঙ্গিস জুটি।

Advertisement

ফাইনালে জু শিলিন এবং য়ু জিয়াদো জুটিকে ৬-৩, ৬-১ সেটে হারান সানিয়ারা। কোয়ার্টার ফাইনালে ৬-২, ৬-৩ সেটে তাঁরা হারান আনা লেনা ফ্রিয়েডসাম এবং মনিকা নিকুলেস্কু জুটিকে। সেমি ফাইনালে ইজরায়েলের গুশকো ও সুইডেনের রেবেকা প্যাটারসনকে তাঁরা হারান ৬-৩, ৬-৪ সেটে।

চলতি বছরে সানিয়া-হিঙ্গিস অংশ নিয়েছেন ১৩টি ইভেন্টে। যুক্তরাষ্ট্র ওপেন, উইম্বলডন ছাড়া এই তালিকায় আছে ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ওপেন, চার্লসটন এবং গুয়াংঝৌ ওপেন। এই জুটি জিতেছে ৪২টি ম্যাচ। হেরেছে মাত্র ৭টি ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement