Sushma Swaraj

‘তুমি আমাদের মেয়ে, চিন্তা কোরো না’, সুষমার সেই টুইটের কথা মনে করালেন বীনেশ

২০১৬ সালের রিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে চিনের সুন ইউনানের সঙ্গে লড়াইয়ে মারাত্মক চোট পেয়েছিলেন বীনেশ। তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ১৮:০৫
Share:

সুষমা স্বরাজকে শ্রদ্ধাজ্ঞাপন বীনেশের। — ফাইল চিত্র।

সুষমা স্বরাজের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তন বিদেশমন্ত্রীর অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না রাজনীতিবিদ, অভিনেতা, ক্রীড়াবিদরা। ‘সুপার মম’-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের মহিলা কুস্তিগির বীনেশ ফোগত। সুষমা স্বরাজের মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে ফোগত টুইট করেন ‘‘যখন আমাকে সবাই দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলেন, আপনিই আমাকে কাছে টেনে নিয়েছিলেন।’’

Advertisement

ফোগতের সঙ্গে সুষমা স্বরাজের পরিচিতি বহুদিনের। ২০১৬ সালের রিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে চিনের সুন ইউনানের সঙ্গে লড়াইয়ে মারাত্মক চোট পেয়েছিলেন বীনেশ। তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারত। সেই সময়ে ফোগত ব্যথিত হৃদয়ে টুইট করে লিখেছিলেন, ‘‘আমি মানসিক ও শারীরিক দিক থেকে ভাল অবস্থায় নেই।’’

বীনেশের সেই টুইট চোখ এড়িয়ে যায় দেশবাসীর। দেশ তখন সাক্ষী মালিককে নিয়ে উৎসবে ব্যস্ত। কুস্তির ম্যাট থেকে দেশকে রুপো এনে দেন সাক্ষী। বীনেশকে সবাই ভুলে যান। বীনেশের টুইটের মর্ম উপলব্ধি করতে পারেন সুষমা। বীনেশের উদ্দেশে সুষমা স্বরাজ তখন টুইট করেন, ‘‘বীনেশ—তুমি আমাদের মেয়ে। চিন্তা কোরো না। কিছু দরকার হলে অবশ্যই জানাবে। ভারতীয় দল তোমার পরিবার।’’

Advertisement

স্মৃতির সরণী ধরে হেঁটে সুষমার উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করে বীনেশ বলছেন, ‘‘আমি সেদিনটার কথা ভুলতে পারব না। সেই কন্ঠস্বরও ভোলা সম্ভব নয়। আমাকে আশ্বস্ত করে আপনি বলেছিলেন, তুমি আমাদের মেয়ে। চিন্তা কোরো না। আমার দেখভাল করা হবে বলে আশ্বাসও দিয়েছিলেন।’’ খুব কঠিন সময়ে সুষমার কথাগুলো অনুপ্রাণিত করেছিল বীনেশকে।

সুষমা স্বরাজের প্রয়াণে বীনেশের হৃদয়ে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা কোনওদিন পূরণ করা সম্ভব নয়। জানিয়েছেন বীনেশ। শুধু বীনেশ ফোগতই নন, সুষমা স্বরাজের মৃত্যুতে গোটা ক্রীড়াজগতেই নেমে এসেছে শোকের ছায়া। বিদেশমন্ত্রী থাকাকালীন দেশেবিদেশে থাকা বহু ভারতীয়কে নানা ভাবে সাহায্য করেছেন সুষমা। বিদেশের মাটিতে খেলতে যাওয়া ক্রীড়াবিদদের কাছে তিনি ছিলেন অভিভাবকের মতো। শোকপ্রকাশ করে টুইট করেছেন বিরাট কোহালি, সচিন তেন্ডুলকর, সুরেশ রায়না, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ-সহ আরও অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন