বাইশ গজ নিয়ে ভাবতে নারাজ ঋদ্ধি

শনিবার ইডেনে বাংলা দলের অনুশীলন শেষে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান বলে দিলেন, ‘‘উইকেট নিয়ে আমি কখনও ভাবি না। অনুশীলনেও আলাদা করে কিছু করছি না। ভারতের হয়ে যখন খেলি, তখনও উইকেটের চিন্তা করি না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৪:৩০
Share:

আশাবাদী: সবুজ উইকেটেও ভাল ব্যাটিং চান ঋদ্ধি। ফাইল চিত্র

হিমাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে উইকেটের চরিত্র নিয়ে খুব একটা ভাবতে নারাজ ঋদ্ধিমান সাহা। শনিবার ইডেনে বাংলা দলের অনুশীলন শেষে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান বলে দিলেন, ‘‘উইকেট নিয়ে আমি কখনও ভাবি না। অনুশীলনেও আলাদা করে কিছু করছি না। ভারতের হয়ে যখন খেলি, তখনও উইকেটের চিন্তা করি না।’’ তা হলে আপনার লক্ষ্য কী? ঋদ্ধি বললেন, ‘‘নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করাটাই আমার লক্ষ্য। তা ছাড়া ম্যাচের আগে উইকেট ঠিক কী রকম হবে, তা এখনই অনুমান করতে পারব না। আজ ঘাস রয়েছে, কাল তো তা না-ও থাকতে পারে। আমাদের মাথায় একটাই ভাবনা রয়েছে— ম্যাচটা জিততে হবে।’’

Advertisement

ঠিক একই সুরে কথা বললেন বাংলার দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীবত্স গোস্বামীও। এই ম্যাচে শ্রীবৎস খেলবেন ব্যাটসম্যান হিসেবে। কিপিং করবেন ঋদ্ধিমান-ই। শ্রীবৎস বলছেন, ‘‘আমরা আগেও যে ধরনের অনুশীলন করতাম, এখনও তাই করছি। উইকেটের ব্যাপারে এখনও কিছু জানি না।’’ শনিবার বাংলার অনুশীলনের সময় ইডেনের বাইশ গজ অবশ্য ঢাকা ছিল।

অসুস্থতার কারণে অনুশীলনে অসেননি দুরন্ত ফর্মে থাকা সুদীপ চট্টোপাধ্যায়। তবে উইকেট যদি সবুজ থাকে, তা হলে বাংলার ওপেনারদের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকছে। বাংলার তরুণ ওপেনার কৌশিক ঘোষ অবশ্য বলছেন, ‘‘ইনিংসের শুরুতে চেষ্টা করব, বাইরের বল ছেড়ে স্টাম্পের বলগুলো খেলার। উইকেটে বাউন্স থাকলে স্কোয়্যার কাট, পুল, হুক মারতে সুবিধে হতে পারে। তবে সে সব মারা যাবে সেট হওয়ার পরে।’’ প্রতিপক্ষের বোলার নিয়ে বিশেষ ছক গড়ার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘‘বিপক্ষ নিয়ে চিন্তিত নই। হিমাচল প্রদেশের ঋষি ধবন ছাড়া সে রকম কোনও পেস বোলারের কথা আমার মনে পড়ছে না।’’ শনিবার অনুশীলনে স্লিপ ক্যাচিং প্র্যাকটিস করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন বাংলার এই ওপেনার। তবে কৌশিক বলছেন, ‘‘চোট একদমই গুরুতর নয়। এর প্রভাব ম্যাচে পড়বে না।’’

Advertisement

ছত্তীশগঢ়ের বিরুদ্ধে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন অভিষেক রামন। হিমাচল প্রদেশের বিরুদ্ধে তাঁর পরিকল্পনা নিয়ে বললেন, ‘‘ঝুঁকি না নিয়ে খেলার চেষ্টা করব। উইকেটে ঘাস থাকলেই যে বল বাউন্স অথবা কাট করবে, তা নয়। অনেক সময় ঘাস থাকলে উইকেট ব্যাটিংয়ের জন্যও ভাল হয়। আসলে বাইশ গজে কামড়ে পড়ে থাকতে পারলে সব উইকেটই সহজ হয়ে যায়। আগের ম্যাচের মতো এই ম্যাচেও পুরো পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন