Plant Watering Tips

শীতে বেড়াতে যাবেন, ঘরের গাছে জল দেবে কে? সমস্যার সমাধানে রইল ৫ সহজ উপায়

লম্বা সময়ের জন্য বেড়াতে যাবেন, শখের গাছগুলোর দেখভাল করবে কে? সমস্যা যদি গাছে জল দেওয়া নিয়ে হয়, তারও নানা সমাধান আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪
Share:

গাছ জল পাবে নিজে থেকেই। —প্রতিনিধিত্বমূলক ছবি।

শীতের ছুটিতে বেড়াতে যাবেন। এক-দু’দিন হলে এক রকম। কিন্তু দিন ১০-১২ ধরে বেড়ানোর পরিকল্পনা থাকলে চিন্তা হতেই পারে বাড়ির গাছগুলির কী পরিণতি হবে? রোজের না হোক, ২-৩ দিন অন্তর তো জল দিতেই হবে। নিয়ম করে তালাবন্ধ বাড়িতে এসে জল দেবেন, এমন লোকবলও তো সকলের থাকে না। তার চেয়ে বরং এমন ব্যবস্থা করুন যাতে গাছ, তার নিজের জলের ব্যবস্থা নিজেই করে নেয়।

Advertisement

ফোঁটা ফোঁটা জল ফেলার সরঞ্জাম

ছাদবাগান বা বাড়ির বাগানে স্বয়ংক্রিয় ভাবে জল দেওয়ার এটি একটি জনপ্রিয় পন্থা। নানা ধরনের সরঞ্জাম পাওয়া যায়। পাইপ লাইনের মাধ্যমে ছিদ্রযুক্ত মুখ বা নজল আটকে একসঙ্গে অনেক গাছে জল দেওয়া যায়। প্রতিটি গাছের গোড়ায় এমন ছিদ্রমুখ আটকানো থাকে। আবার আধুনিক প্রযুক্তির সাহায্য নির্দিষ্ট সময়েই জল বেরোবে এমন পন্থাও অনুসরণ করা যায়।

Advertisement

এই ধরনের সরঞ্জাম অনলাইনেই মেলে।

আবার বারান্দার টবের গাছের জন্য এমন সরঞ্জাম কিনতে পারেন, যেটির মুখটি সূচালো। একটি জলের বোতলে ঢাকনার জায়গায় সেই সুচালো মুখ আটকে টবে গিঁথে দিন। এর সঙ্গে একটি যন্ত্রাংশ থাকে। সেটির সাহায্যে জল কতটা গতিতে পড়বে নিয়ন্ত্রণ করা যায়। এতেও টবের মাটি ভিজে থাকবে। গাছ শুকিয়ে যাবে না।

সলতে পদ্ধতি: এটি তেমন কোনও খরচ ছাড়াই বাড়িতে তৈরি করা যায়। একটি বড় বালতি বা পাত্রে জল ভরে গাছের টবের চেয়ে একটু উঁচুতে রাখুন। এবার একটি সুতোর দড়ি বা মোটা সলতের এক প্রান্ত জলের বালতিতে ডুবিয়ে রাখুন এবং অন্য প্রান্তটি গাছের গোড়ায় মাটির গভীরে পুঁতে দিন। এই প্রক্রিয়ায় জল নিজে থেকেই দড়ি বেয়ে গাছের গোড়ায় পৌঁছে যাবে।

প্লাস্টিক বোতলের ব্যবহার: একটি প্লাস্টিকের বোতলের ছিপিতে ছোট একটি ফুটো করুন। এবার বোতলে জল ভরে ছিপি লাগিয়ে উল্টো করে গাছের গোড়ায় মাটির ভেতর গুঁজে দিন। ফোঁটায় ফোঁটায় জল অনেকক্ষণ ধরে গাছের গোড়ায় পড়বে। এটি ২-৩ দিনের জন্য খুব কার্যকর।

বিশেষ টব: সেলফ ওয়াটারিং টব পাওয়া যায় এথন। এই টবগুলোর নিচে একটি আলাদা জলের পাত্র থাকে। মূল পাত্রের নীচের ছিদ্রে একটি মোটা সলতে আটকানো থাকে। সেই সলতে জলরাখা পাত্রের উপর রাখলেই শিকড় প্রয়োজন অনুযায়ী নিচ থেকে জল শুষে নেয়।

এরকম টব ঘরের ভিতরে রাখা গাছের জন্য আদর্শ। নীচের অংশে জল দিয়ে রাখলেই চলবে। ছবি:সংগৃহীত।

মাটির উপর পাতা: গ্রীষ্মকালে বেড়াতে গেলে মাটির ওপর শুকনো পাতার আস্তরণ দিয়ে রাখুন, এতে জল কম বাষ্পীভূত হবে।

যদি লম্বা সময়ের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা করেন, তবে যাওয়ার অন্তত ২-৩ দিন আগে দেখে নিন গাছে জল দেওয়ার স্বয়ংক্রিয় পদ্ধতি সঠিক ভাবে কাজ করছে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement