India Ranking

ইডেন টেস্টের পর র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঋদ্ধিমানের

ইডেন টেস্টের জের, ভারতের শীর্ষ স্থানের সঙ্গেই র‌্যাঙ্কিংয়ে উঠে এলেন ঋদ্ধিমান সাহা ও রোহিত শর্মা। ১৮ ধাপ উঠে ঋদ্ধিমানের জায়গা হয়েছ ৫৬ নম্বরে। অন্যদিকে ১৪ ধাপ উঠে রোহিত শর্মা রয়েছেন ৩৮এ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ২১:২০
Share:

ইডেন টেস্টে ভারতীয় ক্রিকেট দল। অশ্বিনের উইকেটের পর। ছবি: এএফপি।

ইডেন টেস্টের জের, ভারতের শীর্ষ স্থানের সঙ্গেই র‌্যাঙ্কিংয়ে উঠে এলেন ঋদ্ধিমান সাহা ও রোহিত শর্মা। ১৮ ধাপ উঠে ঋদ্ধিমানের জায়গা হয়েছ ৫৬ নম্বরে। অন্যদিকে ১৪ ধাপ উঠে রোহিত শর্মা রয়েছেন ৩৮এ। টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। যদিও ভারতের এমন টেস্ট সাফল্যের মধ্যেও সেরা ১০এ নেই কোনও ভারতীয় ব্যাটসম্যান।

Advertisement

ইডেন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার দুই ইনিংসে অপরাজিত ৫৪ ও ৫৮ রানও দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার ম্যাচ উইনিং ৮২ রানের ইনিংসই দেশকে পৌঁছে দিয়েছে এক নম্বরে। সঙ্গে ব্যাক্তিগত র‌্যাঙ্কিংয়ে তুলে এনেছে দুই ব্যাটসম্যানকে। চেতেশ্বর পূজারাও ১ ধাপ উঠে ১৫তে রয়েছেন।

বোলিংয়ে অবশ্য বেশ ভাল জায়গায় রয়েছে ভারত। সেরা ১০এ রয়েছেন রবিচন্দ্রন অস্বিন ও রবীন্দ্র জাদেজা। তবে নিজের দু’নম্বর জায়গা হারিয়ে এই মুহূর্তে তিনে রয়েছেন অশ্বিন। এক ধাপ উঠে ছ’য়ে রয়েছেন জাদেজা। ভুবনেশ্বর কুমার দ্বিতীয় টেস্টে ছয় উিকেট নিয়ে ন’ধাপ উঠে ২৬এ রয়েছেন। মহম্মদ সামি দু’ধাপ উধে রয়েছেন ২৩এ। দক্ষিণ আফ্রিকা পেসার ড্যারেন সামি রয়েছেন শীর্ষে। তবে টেস্ট অল রাউন্ডারের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অশ্বিন।

Advertisement

আরও খবর

সিরিজ বাতিলের হুমকি বিসিসিআই সভাপতির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement