জামাইকায় ঋদ্ধিকে দেখতে চান কিরমানি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ০৪:৩৭
Share:

অতিথি: কলকাতায় খুদেদের সঙ্গে একটি অনুষ্ঠানে কিরমানি। পিটিআই

ঋষভ পন্থের জায়গায় বাংলার ঋদ্ধিমান সাহাকে টেস্ট উইকেটকিপার হিসেবে দেখতে চান সৈয়দ কিরমানি। মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে ঋষভকে নিয়ে তিনি বলেন, ‘‘ইয়ে অভি ভি ঝুলে মে হ্যায় (অর্থাৎ, ও এখনও বাচ্চা আছে)। ও খুবই প্রতিভাবান, তবে এখনও অনেক কিছু শিখতে হবে।’’

Advertisement

অ্যান্টিগায় প্রথম টেস্টে ঋদ্ধিকে বসিয়ে পন্থকে প্রথম খেলানো হলেও দিল্লির বাঁ হাতি তরুণের দায়িত্বজ্ঞীনহীন শট খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের সময়েও একই কথা উঠেছিল। পাশাপাশি, উইকেটকিপার হিসেবে যে ঋষভকে অনেক উন্নতি করতে হবে, তা সকলেই বলছেন। কিরমানি বলছেন, ‘‘গোটা মাঠে সব চেয়ে কঠিন জায়গা হচ্ছে উইকেটকিপারের। শুধু গ্লাভস হাতে তুলে নিলেই কিপিং হয় না।’’ এর পরেই জামাইকায় দ্বিতীয় টেস্টে ঋদ্ধিকে খেলানোর পক্ষে সওয়াল করেন তিরাশি বিশ্বকাপজয়ী কপিল দেবের দলের উইকেটকিপার। ‘‘দুর্ভাগ্যজনক ভাবে, চোট পেয়ে দলের বাইরে চলে গিয়েছিল ঋদ্ধি। ওকেও কিন্তু সমান সুযোগ দেওয়া উচিত। যদি ওকে খেলানোই না হয়, তা হলে দলেই বা রাখা হয়েছে কেন?’’

কিরমানি অবশ্য ধোনিকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে বিরক্ত। বলে দিচ্ছেন, ‘‘ওকে ছেড়ে রাখা হোক। একটা সময় নিশ্চয়ই ও অবসর নেবে। এখন সেটা নিয়ে কথা বলে যাওয়ার দরকার নেই।’’ বিরাট কোহালির মতো ধারাবাহিকতা কারও মধ্যে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি। এমন মন্তব্যও করলেন যে, ‘‘এই ধারাবাহিকতা দেখাতে পারলে সচিনের সব রেকর্ডও ভেঙে দিতে পারে বিরাট। ও গেমচেঞ্জার।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন