Sports News

পঞ্চাশের সেঞ্চুরি, ধোনিকে শুভেচ্ছা সচিনের

মোট হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করা তিনি ১৩তম ক্রিকেটার। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৬৪), রাহুল দ্রাবিড় (১৪৬) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১০৭)। তার পরই এই সাফল্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন স্বয়ং মাস্টার ব্লাস্টার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ২১:২২
Share:

হাফ সেঞ্চুরি করার পর ধোনি। রবিবার চিপকে। ছবি: পিটিআই।

চেন্নাইয়ের চিপকে আরও এক রেকর্ডে ঢুকে পড়লেন এমএস ধোনি। দলের খারাপ সময়ে এসে হাল ধরলেন তো বটেই সঙ্গে করে ফেললেন হাফ সেঞ্চুরিও। ৮৮ বলে ৭৯ রানের ইনিংসের সুবাদে ভারতীয় দল একটা ভাল জায়গায় পৌঁছে গেল সঙ্গে ধোনি করে ফেললেন ১০০টি হাফ সেঞ্চুরি। সব ফর্ম্যাটের ক্রিকেট মিলে হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেলা মহেন্দ্র সিংহ ধোনির ওয়ান ডে-তে হাফ সেঞ্চুরির সংখ্যা ৬৬। মোট হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করা তিনি ১৩তম ক্রিকেটার। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৬৪), রাহুল দ্রাবিড় (১৪৬) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১০৭)। তার পরই এই সাফল্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। সচিন টুইটে লেখেন, ‘‘আরও একটা সেঞ্চুরি এমএস ধোনি। ৫০এর সেঞ্চুরির জন্য তোমাকে শুভেচ্ছা।’’

Advertisement

আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন ক্রিস গেল

Advertisement

ম্যাক্সওয়েলের দুরন্ত ক্যাচে বিরাটের আউট হওয়ার ভিডিও ভাইরাল

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের শুরুটা খুবই খারাপ হয়েছিল ভারতের। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে তখন রীতিমতো সমস্যায় ভারত। সেই সময়ই হাল ধরেন ধোনি। আর দলকে ভরসা দেওয়ার সঙ্গেই করে ফেলেন হাফ সেঞ্চুরির সেঞ্চুরি।

দেখুন সচিনের টুইট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন