রিওই শেষ অলিম্পিক্স

লাস ভেগাসের ধাক্কার শোধ কাজাখে তুলতে চান যোগেশ্বর

শেষ অলিম্পিক্সে পদক জিতেছেন। কিন্তু পরের অলিম্পিক্সে নামার ছাড়পত্র পাননি এখনও। চোট-আঘাত কাটিয়ে উঠতেই অনেকটা সময় চলে গিয়েছে। তবু এখনও আশাবাদী নিজের শেষ অলিম্পিক্সে সেরাটা দিয়ে বিদায় নিতে পারবেন। লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকের রং রিওতে বদলাতে পারবেন সোনায়। তিনি— ভারতের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত।

Advertisement

স্বপন সরকার

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ০৪:৩৪
Share:

যোগেশ্বর দত্ত

শেষ অলিম্পিক্সে পদক জিতেছেন। কিন্তু পরের অলিম্পিক্সে নামার ছাড়পত্র পাননি এখনও। চোট-আঘাত কাটিয়ে উঠতেই অনেকটা সময় চলে গিয়েছে। তবু এখনও আশাবাদী নিজের শেষ অলিম্পিক্সে সেরাটা দিয়ে বিদায় নিতে পারবেন। লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকের রং রিওতে বদলাতে পারবেন সোনায়। তিনি— ভারতের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত।

Advertisement

ভারতীয় কুস্তির ইতিহাসে সর্বকালের দুই অন্যতম সেরা তারকা সুশীল কুমার এবং যোগেশ্বরের চোট-আঘাতে প্রায় পুরো ২০১৫-টাই নষ্ট হয়ে গিয়েছে। যোগেশ্বরের পক্ষে সুখবর, অক্টোবরের গোড়ায় তিনি সুস্থ হয়ে আখড়ায় ফিরে এসেছেন। কিন্তু ২০০৮ এবং ২০১২ পরপর দুটো অলিম্পিক্সে পদকজয়ী সুশীল কুমার এখনও ম্যাট-এর বাইরে।

সেপ্টেম্বরে লাস ভেগাসে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে লড়তে গিয়েছিলেন যোগেশ্বর। কিন্তু শারীরিক কারণে লড়ার অনুমতি পাননি। ৬৫ কেজি ফ্রিস্টাইলে ম্যাট-এ নামার আগেই চিকিৎসকরা তাঁকে আনফিট করে দেওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি। দেশে ফিরে নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে ফের পুরোদমে অনুশীলনে নেমে পড়েন।

Advertisement

ফিটনেস পাওয়ার পাশাপাশি যোগেশ্বর যে নিজের চেনা ছন্দেও ফিরেছেন তার বড় প্রমাণ প্রো-রেসলিং লিগের প্রথম লড়াইতেই তাঁর বড় জয়। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী উজবেক নভরুজোভ ইখতিয়রকে প্রো-লিগে হারিয়ে দেন যোগেশ্বর। এখানেই শেষ নয়। হরিয়ানাকে প্রো-লিগ চ্যাম্পিয়ন করার পথে একের পর এক লড়াই জেতেন তিনি। যা বিশ্বমানের ফিটনেস এবং ফর্মে না থাকলে সম্ভব নয়।

তার পরেও অবশ্য যোগেশ্বরের গলায় যেন আফসোস! ফোনে বললেন, “লাস ভেগাসের ঘটনা আমি এখনও ভুলতে পারছি না। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রিও অলিম্পিক্সে কোয়ালিফাই করার দারুণ সুযোগ ছিল আমার। তার জন্য তৈরিও হয়েছিলাম। কিন্তু টুর্নামেন্টের ডাক্তাররা আমাকে পরীক্ষা করে জানান, সদ্য চোট সারিয়ে উঠে এখনই ম্যাটে নেমে পড়লে আবার চোট লাগার ঝুঁকি রয়েছে। পরামর্শ দেন তখনই ম্যাটে না নামতে। বাধ্য হয়ে দেশে ফিরে আসি।”

এবং সেই ঘটনার পরেই যোগেশ্বর ঠিক করে নেন, রিও-ই হবে তাঁর শেষ অলিম্পিক্স। ৩৩ বছরের কুস্তিগীর বলে দিলেন, “রিও আমার চার নম্বর অলিম্পিক্স হবে। বারবার চোট-আঘাতে ভুগেছি। তাই মন চাইলেও শরীর আর দেবে না ২০২০ অলিম্পিক্স পর্যন্ত। সে কারণে রিওকে নিজের শেষ অলিম্পিক্স বলে ঠিক করে নিয়েছি। তবে তার পরে শরীর ঠিক থাকলে এশিয়াড, কমনওয়েলথ গেমসে নামতে পারি।”

রিও অলিম্পিক্সের ছাড়পত্র পেতে আগামী মার্চে কাজাখস্তানে এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপকে টার্গেট করছেন যোগেশ্বর দত্ত। জানালেন, সুশীল কুমারেরও একই ইচ্ছে। “এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্র্যাকটিসের জন্য দু’মাসের জন্য হয় আমেরিকা অথবা রাশিয়া যাব। আমার দৃ়ঢ় বিশ্বাস, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে রিওর টিকিট পাবই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement