Sports News

মেয়েরা দেশের মন জিতে নিয়েছে, বললেন প্রধানমন্ত্রী

হেরে এ ভাবে সংবর্ধিত কবে কে হয়েছে মনে করতে পারেননি স্বয়ং প্রধানমন্ত্রীও। একশো ২৫ কোটির দেশ যে এ ভাবে ভারতের মেয়েদেরকে নিয়ে উৎসবে মাতবে সেটাই বা কে বুঝেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৮:৪৪
Share:

প্রনমন্ত্রী মোদীর সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ছবি: পিটিআই।

বিশ্বকাপের আসর থেকে ট্রফি নিয়ে ফিরতে পারেনি মিতালি রাজ অ্যান্ড টিম। কিন্তু তাতে কী? যে ভাবে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল তাতেই মন জিতে নিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দল। রবিবার সেই কথাই বললেন ভাতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এ দিন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উদ্দেশে বলেন, ‘‘তোমরা মাথা থেকে এটা বেড় করে দাও যে তোমরা সফল হতে পারনি। তোমরা জিতছ কী জেতনি, তোমরা দেশের মন জিতে নিয়েছ।’’

Advertisement

আরও খবর: দ্বিতীয় টেস্টের ওপেনিং জুটি নিয়ে চিন্তায় কোহালি অ্যান্ড কোং

মোদী মন কি বাত অনুষ্ঠানে এই কথা বলেন। তিনি যেদিন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করেছিলেন সেদিন তাঁদের এই কথাই বলেছিলেন। এ দিন তার আরও একবার শোনালেন। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হেরেই থামতে হয়েছিল ভারতকে। হতাশ হয়ে পড়েছিলেন মেয়েরা। মোদী বলেন, ‘‘আমি ওদের চোখে-মুখে ভয় দেখতে পেয়েছিলাম। আমি ওদের বলি, এটা মিডিয়ার যুগ। যে কারণে প্রত্যাশা অনেকটা বেড়ে যায়।’’

Advertisement

হেরে এ ভাবে সংবর্ধিত কবে কে হয়েছে মনে করতে পারেননি স্বয়ং প্রধানমন্ত্রীও। একশো ২৫ কোটির দেশ যে এ ভাবে ভারতের মেয়েদেরকে নিয়ে উৎসবে মাতবে সেটাই বা কে বুঝেছিল। বলেন, ‘‘এটা খুব ভাল ব্যাপার। একটা পরিবর্তন। আমি মেয়েদের বলি, এরকমটা আগে কখনও হয়নি। ওদের সৌভাগ্য। চাই হারের কথা ভুলে যাও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন