দ্রাবিড়ই গুরু ইউনিসের

পাকিস্তানের অন্যতম ব্যাটিং তারকা তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে নির্ভরযোগ্য তিন নম্বর। সেই ইউনিস খান এ দিন বলেছেন, তাঁর ব্যাটিংয়ে উন্নতির পিছনে আসল লোক রাহুল দ্রাবিড়।

Advertisement
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০৩:৫৩
Share:

পাকিস্তানের অন্যতম ব্যাটিং তারকা তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে নির্ভরযোগ্য তিন নম্বর। সেই ইউনিস খান এ দিন বলেছেন, তাঁর ব্যাটিংয়ে উন্নতির পিছনে আসল লোক রাহুল দ্রাবিড়। ‘‘টেস্টে তিন নম্বরে আমি ভাল খেলতে পেরেছি শুধুই রাহুল দ্রাবিড়ের জন্য,’’ বলেছেন ইউনিস। যোগ করেছেন, ‘‘কেরিয়ারের শুরুতে দ্রাবিড়ের টিপসই আমাকে প্রথম সারির ব্যাটসম্যান হয়ে উঠতে সাহায্য করে।’’ ইউনিস জানিয়েছেন, প্রথমে ভারত-পাক সিরিজে তিনি দ্রাবিড়ের কাছে পরামর্শ চেয়েছিলেন। এর পর আরও কয়েক বার তাঁর টেকনিক এবং অন্যান্য খুঁটিনাটি নিয়ে দ্রাবিড় আরও কিছু টিপস দেন। ‘‘দ্রাবিড় আধুনিক ক্রিকেটের সর্বকালের সেরাদের এক জন। আর আমি তার কাছ থেকেই শিখেছি,’’ বলেছেন ইউনিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement