Yusuf Pathan

কোহালিই বিশ্বের এক নম্বর, মত ইউসুফের

ভারতের হয়ে ৮৬টি টেস্টে বিরাটের রান ৭২৪০। ২৪৮টি ওয়ান ডে ম্যাচে কোহালির রান ১১,৮৬৭। আর জাতীয় দলের হয়ে ৮২টি টি-টোয়েন্টি ম্যাচে ভারত অধিনায়কের সংগ্রহ ২৭৯৪ রান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৫:০৮
Share:

কোহালি। ফাইল চিত্র

ভারত অধিনায়ক বিরাট কোহালি শুধু উচ্চমানের খেলোয়াড় নন, বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানও। বলে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ। টুইটারে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় ইউসুফের কাছে এক ভক্ত কোহালি কেমন ক্রিকেটার তা জানতে চেয়েছিলেন। জবাবে ইউসুফ বলে দেন, ‍‘‍‘এই মুর্হূতে বিরাট বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। দুর্দান্ত ক্রিকেটার।’’

Advertisement

ভারতের হয়ে ৮৬টি টেস্টে বিরাটের রান ৭২৪০। ২৪৮টি ওয়ান ডে ম্যাচে কোহালির রান ১১,৮৬৭। আর জাতীয় দলের হয়ে ৮২টি টি-টোয়েন্টি ম্যাচে ভারত অধিনায়কের সংগ্রহ ২৭৯৪ রান। ওয়ান ডে ক্রিকেটে বিরাটের সর্বোচ্চ রান ১৮৩ এসেছিল পাকিস্তানের বিরুদ্ধেই। ২০১২ সালে মিরপুরে এই রান করেছিলেন কোহালি।

অন্যদিকে, ইউসুফ পাকিস্তানের হয়ে খেলেছেন, ৯০টি টেস্ট, ২৮৮টি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি। প্রাক্তন পাক ব্যাটসম্যানের কাছে ভক্তরা জানতে চেয়েছিলেন, সাদা বলের ক্রিকেটে এই মুর্হূতে বিশ্বের সেরা অধিনায়ক কে? ইউসুফ নাম করেন কেন উইলিয়ামসনের।

Advertisement

পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী মহম্মদ ইউসুফ। সম্প্রতি তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, রিকি পন্টিং, জাক কালিস ও কুমার সঙ্গকারার মধ্যে কে এক নম্বরে থাকবেন? ইউসুফ বলেন, এক নম্বরে থাকবেন সচিনই। তার পরে রেখেছিলেন যথাক্রমে লারা, পন্টিং, কালিস ও সঙ্গকারাকে। এ ছাড়াও সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের এই প্রাক্তন খেলোয়াড় জানিয়েছিলেন, বর্তমানের ক্রিকেটারেরা কেউ সচিন, রাহুল দ্রাবিড় বা তৎকালীন অন্য তারকাদের সঙ্গে তুলনাতেই আসেন না।

ক্রিকেট পাকিস্তান নামে পি-টিভির এক অনুষ্ঠানে ইউসুফ বলেছিলেন, ‍‘‍‘অতীতে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে তিন-চার জন ভাল ক্রিকেটার থাকত। যেমন ভারতে ছিল, রাহুল দ্রাবিড়, সচিন, বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভি ভি এস লক্ষ্মণ ও যুবরাজ সিংহেরা। এই ছ’জন দুর্দান্ত ক্রিকেটার একই দলে খেলত।’’

আরও পড়ুন: লিয়েন্ডার: লকডাউনে নতুন অস্ত্রে শান দাও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন