Cricket

‘এ কি পাখি? না এ তো ইউসুফ পাঠান!’ দুর্দান্ত ক্যাচের ভিডিয়ো ভাইরাল

গোয়ার ব্যাটসম্যান দর্শন মিশালের ক্যাচ শরীর ছুড়ে ধরেন পাঠান। সেই ক্যাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

ভদোদরা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ১৪:৪২
Share:

পাঠানের দুরন্ত ক্যাচ। ছবি— ভিডিয়ো থেকে।

ব্যাট হাতে খাতা খুলতে পারেননি। কিন্তু ফিল্ডিং করার সময়ে পাখির মতো উড়ে ক্যাচ ধরে নজর কাড়লেন ইউসুফ পাঠান। সেই ক্যাচের ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভদোদরা বনাম গোয়া ম্যাচে ফিল্ডিং করতে নেমে সবার মন জিতে নিয়েছেন বহু যুদ্ধের সৈনিক পাঠান। ২০১২ সালের পরে জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা যায়নি তাঁকে। ঘরোয়া টুর্নামেন্ট, আইপিএল খেলছেন অবশ্য। কিন্তু জাতীয় দলের বাইরে থাকলেও নিজেকে যে ভালই ফিট রেখেছেন পাঠান, গোয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে সেটারই প্রমাণ মিলল।

গোয়ার ব্যাটসম্যান দর্শন মিশালের ক্যাচ শরীর ছুড়ে ধরেন পাঠান। সেই ক্যাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দাদার দুরন্ত ক্যাচ ধরা দেখে ভাই ইরফান পাঠান টুইট করেছেন, ‘এ কি পাখি? না এ তো ইউসুফ পাঠান। গ্রেট ক্যাচ লালা। প্রি সিজনে তোমার কঠিন পরিশ্রম কাজে এসেছে।’

Advertisement

আরও পড়ুন: আর দুটো ছয় মারলে নাগপুরে রোহিত কী রেকর্ড গড়বেন জানেন?

ইরফানের এ হেন টুইটের পরে রশিদ খান লিখেছেন, ‘দুর্দান্ত ক্যাচ ইউসুফভাই। ইয়ে পাঠান কা হাত হ্যায় ঠাকুর।’ সানরাইজার্স হায়দরাবাদ-এ পাঠানের সতীর্থ রশিদ খান। ইউসুফের শরীর ছুড়ে দিয়ে ক্যাচ ধরা দেখে মুগ্ধ আফগান স্পিনারও।

প্রথমে ব্যাট করে ভদোদরা করে ৯ উইকেটে ১৪৯ রান। ইউসুফ পাঠানের মতো বিস্ফোরক ব্যাটসম্যান কোনও রান করেননি। স্বপ্নিল সিংহ (৫০) ভদোদরার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে গোয়া ১৯.৪ ওভারেই ম্যাচ জিতে নেয়। ম্যাচ হেরে গেলেও পাঠানের ক্যাচ চর্চিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ফিক্সিংয়ের জন্য কেপিএলে দেওয়া হতো আইফোন! বিস্ফোরক দাবি এক ক্রিকেটারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন