IPL Auction

আইপিএল নিলামে কাদের দিকে নজর থাকবে, দেখে নিন

রাত পোহালেই আইপিএলের নিলাম। কে পাবেন বেশি দাম, কে থাকবেন অবিক্রিত, জল্পনা জোরদার ক্রিকেটমহলে। মঙ্গলবার দুপুর আড়াইটেয় শুরু হবে নিলাম। কাদের দিকে থাকবে ক্রিকেটপ্রেমীদের নজর, দেখে নিন এক ঝলকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ২০:৩০
Share:
০১ ১১

রাত পোহালেই আইপিএলের নিলাম। কে পাবেন বেশি দাম, কে থাকবেন অবিক্রিত, জল্পনা জোরদার ক্রিকেটমহলে। মঙ্গলবার দুপুর আড়াইটেয় শুরু হবে নিলাম। কাদের দিকে থাকবে ক্রিকেটপ্রেমীদের নজর, দেখে নিন এক ঝলকে।

০২ ১১

গত আই পি এলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৬ ম্যাচে ১৪৮ রান করেছিলেন অ্যালেক্স হেলস। স্ট্রাইক রেট ছিল যথেষ্ট আকর্ষণীয়, ১২৫-র ওপর! চালিয়ে খেলতে অভ্যস্ত এই ইংরেজ ওপেনারের বেস প্রাইস ২ কোটি টাকা।

Advertisement
০৩ ১১

২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচেই ১৫৮ রানের ইনিংস উপহার দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। শেষ বার আরসিবি-র জার্সিতে তেমন সফল নন সুদর্শন কিউয়ি ব্যাটসম্যান। ৬ ম্যাচে ১২৭ রান করেছিলেন। তাঁর বেস প্রাইস ১ কোটি।

০৪ ১১

চেতেশ্বর পূজারাকে ২০১৪ সালে শেষবার আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল। ভারতীয় ব্যাটিংয়ের নতুন ‘মিস্টার ডিপেন্ডেবল’ অবিক্রিতই থেকে গেছেন গত কয়েক বছরে। এ বার তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

০৫ ১১

মনোজ তিওয়ারি কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে গত বছর বেশি খেলার সুযোগ পাননি। তবে ঝোড়ো ইনিংস খেলার ক্ষমতা তাঁর রয়েছে। মনোজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

০৬ ১১

ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটের গায়ে গতবার দেখা গিয়েছিল সানরাইজার্সের জার্সি। চারটি ম্যাচ খেলে নামের পাশে ছিল ৭৫ রান। ঝুলিতে ৫ উইকেট। এ বারের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা।

০৭ ১১

যুবরাজ সিংহ গত বছর অবিশ্বাস্য ব্যর্থতার শিকার হয়েছিলেন। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আট ম্যাচ খেলে যুবির ঝুলিতে ছিল মাত্র ৬৫ রান। বল হাতেও ছিলেন উইকেটহীন। তাঁর বেস প্রাইস ১ কোটি টাকা।

০৮ ১১

লাসিথ মালিঙ্গা গত আইপিএলে অবিক্রিত ছিলেন। এক সময় বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা শ্রীলঙ্কার এই পেসার টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম উপযোগী বোলার। এ বার মালিঙ্গার বেস প্রাইস ২ কোটি টাকা।

০৯ ১১

মহম্মদ শামি সদ্য পার্‌থে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে শুইয়ে দিয়ে নিয়েছেন ছয় উইকেট। বাংলার এই রঞ্জি পেসারকে গত বছর দিল্লির হয়ে খেলতে দেখা গিয়েছিল। পারফরমেন্স আহামরি ছিল না। চার ম্যাচ খেলে ঝুলিতে পুরেছিলেন তিন উইকেট। এ বার শামির বেস প্রাইস ১ কোটি টাকা।

১০ ১১

ভারতের হয়ে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন দিল্লির পেসার ইশান্ত শর্মা । গত বছর আইপিএলের নিলামে অবহেলিতই থেকে গিয়েছিলেন। এ বার সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মরিয়া। বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা।

১১ ১১

জয়দেব উনাদকাটকে গত বার নিলামে ১১.৫ কোটি টাকায় নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু, পারফরম্যান্স আশানুরুপ না হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। নিলামে তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement