Usain Bolt

বোল্টকে বিদায় জানাতে নিজের ভিডিও পোস্ট যুবরাজের, দেখুন

ইউসেন অবসরের দিন তাঁর সাথে একটি ভিডিও প্রকাশ করলেন যুবরাজ। নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি প্রকাশ করেন যুবি। ভিডিওটিতে দেখা যাচ্ছে বোল্টের সঙ্গে একটি রেসে দৌঁড়চ্ছেন ভারতীয় ক্রিকেটের যুবরাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১৭:৫৬
Share:

দৌড় শেষে বোল্টের সঙ্গে যুবরাজ। ছবি: এএফপি।

সদ্য ট্র্যাক থেকে অবসর নিয়েছেন ইউসেন বোল্ট। শেষ রেসে পরাজিত হয়েছেন অন্যতম প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের কাছে। রেস শেষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা পেয়ে চলেছেন কিংবদন্তি এই স্প্রিন্টার। তবে, স্প্রিন্ট দুনিয়ার অন্যতম নক্ষত্রকে বিদায় জানাতে এক অভিনব উপায় বেছে নিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ।

Advertisement

আরও পড়ুন: বোল্টই অনুপ্রেরণা, দৌড় জিতে বললেন গ্যাটলিন

ইউসেন অবসরের দিন তাঁর সাথে একটি ভিডিও প্রকাশ করলেন যুবরাজ। নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি প্রকাশ করেন যুবি। ভিডিওটিতে দেখা যাচ্ছে বোল্টের সঙ্গে একটি রেসে দৌঁড়চ্ছেন ভারতীয় ক্রিকেটের যুবরাজ। মজার ছলে ওই রেসে বোল্টকে ঠেলে পিছনে সরিয়ে ফিনিশিং লাইনে আগে পৌঁছন তিনি। সেই আনন্দে মাঠে গড়াগড়ি খেতেও দেখা যায় যুবরাজকে। ' 🤣 ' 👊🏽 আরও পড়ুন বোল্টকে হারিয়ে তাঁর সামনেই নতজানু গ্যাটলিন

Advertisement

' 🤣 ' 👊🏽

আরও পড়ুন বোল্টকে হারিয়ে তাঁর সামনেই নতজানু গ্যাটলিন

শুধু যুবরাজই নন বোল্টকে বিদায় জানাতে এ দিন নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহালিও।' '

শুধু যুবরাজই নন বোল্টকে বিদায় জানাতে এ দিন নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহালিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement