Yuzvendra Chahal

গেলকে ট্রোল করতে গিয়ে নিজেই ট্রোল্ড চহল

মাঠের ভিতরে তাঁর স্পিনে নাস্তানাবুদ হয়েছেন অনেক বাঘা ব্যাটসম্যানই। কিন্তু টুইটারের অচেনা ‘মাঠে’ গেলকে চ্যালেঞ্জ করতে গিয়ে নিজেই ট্রোল্ড হলেন যুজবেন্দ্র চহল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ১২:১৯
Share:

যুজবেন্দ্র চাহাল। ছবি: এপি।

মাঠের ভিতরে তাঁর স্পিনে নাস্তানাবুদ হয়েছেন অনেক বাঘা ব্যাটসম্যানই। কিন্তু টুইটারের অচেনা ‘মাঠে’ গেলকে চ্যালেঞ্জ করতে গিয়ে নিজেই ট্রোল্ড হলেন যুজবেন্দ্র চহল।

Advertisement

এই মূহূর্তে বেঙ্গালুরুতে ট্রেনিং সারছেন এই লেগ স্পিনার। শনিবার জিম সেশনের কিছু মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন চহল। চহলের পোস্ট করা ভিডিওয় শামসি লেখেন, “হে ঈশ্বর! এটা কী চাহাল না গেল?” কালবিলম্ব না করেই সামসির মন্তব্যের পাল্টা চহল লেখেন, “আমি গেলের থেকে বেশি ওজন তুলতে পারি। এটা আমার ওয়ার্ম আপ সেট মাত্র।”

চহলের এই মন্তব্যের পর আসরে নামেন ক্রিস গেল স্বয়ং। গেল লেখেন, “এটা কী! আমাকে মেরে ফেল।” গেল এবং শামসির পাশাপাশি চাহালের মন্তব্যের পাল্টা দেন ভারতীয় ফিল্ডিং কোচও। তিনি লেখেন, “তোমার ক্ষমতা অনুযায়ী ডাম্বেলের ওজনটা খুবই কম মনে হচ্ছে। আরও কিছু ওজন যোগ করো বন্ধু।”

Advertisement

আরও পড়ুন: সেঞ্চুরিয়ন টেস্টের জন্য তৈরি রাখা হচ্ছে রাহানে-রাহুলকে

আরও পড়ুন: ফিল্যান্ডার-রহস্য ভেদ করাই চ্যালেঞ্জ

চহলকে ট্রোল করতে থাকেন ভারতীয় ফ্যানেরাও। কেউ বলেন, “দেখো, যেন প্রাণটা বেরিয়ে না যায়।” তো কেউ বলেন, “তুমি ঠিকমতো ওজন তুলতে পারছ না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন