ম্যান ইউ ছেড়ে ইব্রা এ বার এমএলএসে

বছর দু’য়েক আগে প্যারিস সঁ জারমঁ (পিএসজি) থেকে ম্যান ইউনাইটেডে সই করেন ইব্রাহিমোভিচ। গত মরসুমে তাঁর সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেন ক্লাব কর্তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০৪:৪৬
Share:

মরসুম শেষ হওয়ার আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে তিনি এ বার যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলিস গ্যালাক্সিতে। বৃহস্পতিবার রাতে ম্যান ইউনাইটেড এক বিবৃতিতে জানায়, ইব্রাহিমোভিচ আর তাদের ফুটবলার নয়। তার পরেই ইব্রার টুইট, ‘সব ভাল জিনিসই শেষ হয়। এখন সময় হয়েছে অন্য কোথাও যাওয়ার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ, সতীর্থ ফুটবলার ও সমর্থকদের ধন্যবাদ।’

Advertisement

বছর দু’য়েক আগে প্যারিস সঁ জারমঁ (পিএসজি) থেকে ম্যান ইউনাইটেডে সই করেন ইব্রাহিমোভিচ। গত মরসুমে তাঁর সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেন ক্লাব কর্তারা। চলতি বছরের ৩০ জুন সেই চুক্তি শেষ হচ্ছে। কিন্তু তার আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন সুইডেন জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। চলতি মরসুমে ম্যান ইউনাইটেডের হয়ে ইব্রাহিমোভিচ শেষ ম্যাচ খেলেছিলেন বার্নলির বিরুদ্ধে গত বছরের ২৬ ডিসেম্বর। সপ্তাহখানেক আগেই ম্যান ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো বলেছিলেন, ‘‘ইব্রাহিমোভিচ অসাধারণ ফুটবলার। কিন্তু চোট ওকে শেষ করে দিল। মনে হয়, এটাই ওর শেষ মরসুম।’’ ম্যান ইউনাইটেডের হয়ে ৫৩ ম্যাচে ২৯টি গোল করা ইব্রাহিমোভিচ অবশ্য মরসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন না। কারণ, ১ মে এমএলএস-এ দলবদল শেষ হয়ে যাচ্ছে। আর তাই বৃহস্পতিবারই ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে ডেভিড বেকহ্যামের পুরনো ক্লাবে খেলার সিদ্ধান্ত নিলেন ইব্রাহিমোভিচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement