অগস্টের শুরুতেই বার্সেলোনায় নেইমার

আগের চেয়ে অনেক ভাল নেইমার ৫ অগস্ট বার্সেলোনায় যাচ্ছেন। তাঁর স্প্যানিশ ক্লাবই জানাল এ খবর। বার্সেলোনা থেকে সাও পাওলোয় নেইমারের বাড়িতে উড়ে আসা ডাক্তাররা তাঁকে পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত নিলেন। ও দিকে আবার ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারির উপর ব্যাপক চটেছেন নেইমারের এজেন্ট। তীব্র ভাষায় তাঁকে আক্রমণ করে যে মোদ্দা কথাটা বোঝাতে চাইলেন, তা হল, স্কোলারি কোনও কোচই নন এবং নেইমারের এত বড় ক্ষতির জন্য যে তিনিই দায়ী, এই টুইটে সেই ইঙ্গিত স্পষ্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৪ ০৩:৩৪
Share:

আগের চেয়ে অনেক ভাল নেইমার ৫ অগস্ট বার্সেলোনায় যাচ্ছেন। তাঁর স্প্যানিশ ক্লাবই জানাল এ খবর। বার্সেলোনা থেকে সাও পাওলোয় নেইমারের বাড়িতে উড়ে আসা ডাক্তাররা তাঁকে পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত নিলেন। ও দিকে আবার ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারির উপর ব্যাপক চটেছেন নেইমারের এজেন্ট। তীব্র ভাষায় তাঁকে আক্রমণ করে যে মোদ্দা কথাটা বোঝাতে চাইলেন, তা হল, স্কোলারি কোনও কোচই নন এবং নেইমারের এত বড় ক্ষতির জন্য যে তিনিই দায়ী, এই টুইটে সেই ইঙ্গিত স্পষ্ট।

Advertisement

বিতর্কটা ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল। কলম্বিয়ার ফুল ব্যাক জুনিগা হাঁটু দিয়ে নেইমারের শিরদাঁড়ায় আঘাত করার পরই প্রশ্ন উঠে গিয়েছিল, ওই সময় যখন ব্রাজিল এগিয়ে, তখন নেইমারকে মাঠে রাখতে গেলেন কেন স্কোলারি? এ বার নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেরিও সেই রাস্তায় হেঁটে স্কোলারিকে তীব্র আক্রমণ করলেন। নিজের টুইটার হ্যান্ডলে ছ’দফার এই আক্রমণে রিবেরিও যা লিখলেন, তা অনেকটা এ রকম:

এক, পর্তুগালের কোচ হয়ে একটাও ট্রফি জিততে পারেননি।

Advertisement

দুই, চেলসিতে গিয়ে পরের দিনই বিতাড়িত হন।

তিন, কোচ হয়ে উজবেকিস্তানে গিয়েছিলেন।

চার, ব্রাজিলে ফিরে এসে এক বড় টিমের (পামেইরাস) দায়িত্ব নিয়ে তাদের দ্বিতীয় ডিভিশনে নামিয়ে দেন।

পাঁচ, মরসুম শেষ হওয়ার ৫৬ দিন আগে অবনমনের ভয়ে দায়িত্ব ছেড়ে পালান।

ছয়, উদ্ধত, বিরক্তিকর ও হাস্যকর এক বুড়ো ভাম।

ব্রাজিলের ১-৭ হারের পর স্কোলারিকে নিয়ে বিতর্কে রিবেরিওর এই টুইট ইন্ধন জোগাল। স্কোলারি অবশ্য আগের মতোই বলছেন, তিনি পদত্যাগ করবেন না। বৃহস্পতিবার জানিয়ে দিলেন, “বিশ্বকাপের পর ফেডারেশনকে রিপোর্ট দেব। তার পর তারা যা ঠিক করবে, তাই হবে।”

নেইমারের ভার্টেব্রার অবস্থার যে দ্রুত উন্নতি হচ্ছে, তা জানিয়ে বার্সেলোনার ডাক্তাররা তাঁকে শনিবার ব্রাসিলিয়ায় ব্রাজিল ও নেদারল্যান্ডসের মধ্যে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারক ম্যাচে থাকার অনুমতি দিয়েছেন। এই খবর দিয়ে সিবিএফের মিডিয়া ম্যানেজার রড্রিগো পাইভা জানিয়ে দেন, “নেইমার শনিবারের ম্যাচ দেখতে ও দলের ছেলেদের তাতাতে ব্রাসিলিয়ায় আসবে।” আপাতত সাও পাওলোয় নিজের বাড়িতেই নেইমারের চিকিৎসা চলবে বলে বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে। ৫ অগস্ট তাঁকে নিয়ে যাওয়া হবে ন্যু কাম্পে। সেখানেই তাঁর চূড়ান্ত পর্বের ‘রিহ্যাব’ শুরু হবে।

অন্য দিকে, আয়ুর্বেদিক চিকিৎসার জন্য ব্রাজিলীয় তারকা যে কেরলে আসতে পারেন, সেই গুজব উড়িয়ে দিয়ে এ দিন কেরলের মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডি জানান, তিরুঅনন্তপুরমের আয়ুর্বেদ মেডিক্যাল কলেজ নেইমারের চিকিৎসার একটি প্রস্তাবিত প্রকল্প জমা পড়েছে ঠিকই। তবে আদোও এমনটা হবে কি না, তা একেবারেই নিশ্চিত নয়। দু’মাসের এই চিকিৎসার প্রকল্প হয়তো ব্রাজিল সরকারের কাছে পাঠানো হবে। তারা তা সিবিএফের মাধ্যমে বার্সেলোনা এফসি-তে পাঠানোর পরই এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত হতে পারে। কিন্তু বার্সেলোনার মেডিক্যাল টিম যেখানে তাদের তারকা ফরোয়ার্ডের চিকিৎসা পদ্ধতি ও প্রকল্প নির্দিষ্ট করেই ফেলেছে, তখন আর এই প্রকল্প নিয়ে তাঁরা আদোও ভাববেন কি না, এটাই বড় প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন