অধিনায়ক বিরাটের উপর ভরসা রাখা যায়

ভারত-পাকিস্তান দুর্ধর্ষ একটা যুদ্ধ দেখলাম। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সেরা ম্যাচ। শেষে শাহিদ আফ্রিদির জন্য পছন্দের মঞ্চও তৈরি হয়ে গেল। ভারতের থেকে ম্যাচটা কেড়ে নিয়ে ভারতীয় বোলিং এশিয়া কাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত করে দিল।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৪ ০৮:১৮
Share:

ভারত-পাকিস্তান দুর্ধর্ষ একটা যুদ্ধ দেখলাম। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সেরা ম্যাচ। শেষে শাহিদ আফ্রিদির জন্য পছন্দের মঞ্চও তৈরি হয়ে গেল। ভারতের থেকে ম্যাচটা কেড়ে নিয়ে ভারতীয় বোলিং এশিয়া কাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত করে দিল।

Advertisement

তবে ভারত ভরসা পেতে পারে বিরাট কোহলিকে নিয়ে। ও ভাল অধিনায়কত্ব করেছে। বিরাটের বয়স কম। কিন্তু ভারত-পাক ম্যাচের প্রেশার কুকার সিচুয়েশনে ও যে সিদ্ধান্তগুলো নিল, তাতে যুদ্ধের বার্তাটা স্পষ্ট পাওয়া গিয়েছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরাট বরাবরই দুর্ধর্ষ, গোটা দেশের ক্রিকেট সমর্থকরা ওকে খুব সম্মানও করে। জীবনে প্রথম বারের জন্য ক্রিকেট বিশ্বের এক বিখ্যাত যুদ্ধে ও টিমকে লিড করছিল। কিন্তু কখনও বিরাটকে দেখে দিশাহীন মনে হয়নি।

অশ্বিনকে দিয়ে শেষ ওভার করানো নিয়ে অনেকে কথা বলবে। কিন্তু দু’টো সিমার নিয়ে নামলে শেষ দিকে ও রকম পরিস্থিতি তৈরি হওয়া খুব স্বাভাবিক। টিম এবং নির্বাচকদের এটা নিয়ে ভাবা উচিত। এই একটা জায়গা ভারতকে সবচেয়ে ক্ষতবিক্ষত করে ছাড়ছে। আর এ রকম পতন আটকানোর জন্য দরকার ভাল ডেথ বোলারের। যাদের সত্যিকারের পেস আছে, তাদের লম্বা সময় দেওয়া উচিত। উচিত, টানা খেলিয়ে যাওয়া। রিংয়ের মধ্যে পাঁচ ফিল্ডার রাখতে হবে— এমন নতুন নিয়ম আমদানির পর বোলিংয়ে ব্যালান্স থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ আর মাত্র আট-ন’মাস দূরে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দু’টো কঠিন সফরও অপেক্ষা করে আছে ভারতের জন্য। তাই দ্রুত এই ব্যাপারটা নিয়ে বসতে হবে জাতীয় নির্বাচকদের।

Advertisement

স্পিন ভাল খেলে এমন কিছু প্লেয়ারের বিরুদ্ধে অমিত মিশ্রকে তুখোড় বল করতে দেখে ভাল লাগল। ও ভাল পিচেও ধারাবাহিকতা দেখালে ধোনি এবং ওর টিমকে আরও একটা স্পিনিং অপশন দিতে পারে। আরও বেশি করে দিতে পারে একজন লেগস্পিনার, যা ক্রিকেট বিশ্বে খুব বেশি নেই। ম্যানেজমেন্টকে ভাবতে হবে, তারা প্রথম এগারোর কোথায় পূজারাকে ঢোকাবে। বিশ্বকাপটা কিন্তু অস্ট্রেলিয়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি ফিরলে লোয়ার-মিডল অর্ডারে ভারত ম্যাচ উইনার পেয়ে যাবে ঠিকই, কিন্তু তা-ও ব্যাটিংয়ের সমস্যাগুলো নিয়ে ভাবতে হবে। বিরাট এবং শিখর অসাধারণ খেলছে। তবে বাকি ব্যাটিং লাইন আপে কোয়ালিটি দরকার। এমন কাউকেও খুঁজে বার করতে হবে যে মাঝে স্পিন বোলিংটাও করে দিতে পারবে। তা হলে একজন সত্যিকারের পেসার খেলানো যাবে, বোলিং আক্রমণকেও ব্যালান্সড দেখাবে।

বড় প্রেক্ষাপটের কথা চিন্তা করলে এই ছোট ছোট ফাঁকগুলো খুব দ্রুত ভর্তি করে ফেলা দরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement