অন্য ঝড় গেইলের

বিশ্বকাপের অন্যতম লজ্জাজনক হারের পর তিন দিনও কাটেনি। তার আগেই নাচে-গানে মেতে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের সেরা তারকা ক্রিস গেইল। সঙ্গে আন্দ্রে রাসেলও।

Advertisement

দেবাশিস সেন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৫ ০২:০৬
Share:

ছবি: দেবাশিস সেন।

বিশ্বকাপের অন্যতম লজ্জাজনক হারের পর তিন দিনও কাটেনি। তার আগেই নাচে-গানে মেতে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের সেরা তারকা ক্রিস গেইল। সঙ্গে আন্দ্রে রাসেলও। রবিবার পারথ কালচারাল সেন্টারে ওয়েস্ট ইন্ডিজ দলকে অভ্যর্থনা জানাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া টুরিজম। সেই অনুষ্ঠানেই গেইল নাচ-গানে মাতিয়ে দেন জেমস স্ট্রিট অ্যাম্ফিথিয়েটারের দর্শকদের। এক ঝাঁক ক্যারিবিয়ান সমর্থক ছিলেন এই অনুষ্ঠানে। কারণ, ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচ এই শহরেই। মহিলা ফ্যানদের সঙ্গে সেলফি তোলা, অটোগ্রাফ দেওয়া, কোনও কিছুই বাদ গেল না গেইলের মস্তির তালিকা থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement