অবসরে চন্দ্রপল

অবসর ঘোষণা করে দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পুরো বাইশ বছর পর ক্রিকেট বুট তুলে রাখার সময় চন্দ্রপলের ঝুলিতে ১১,৮৬৭ টেস্ট রান। কিংবদন্তি ব্রায়ান লারার চেয়ে যা মাত্র ৮৬ রান কম।

Advertisement
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ০৩:০৫
Share:

অবসর ঘোষণা করে দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পুরো বাইশ বছর পর ক্রিকেট বুট তুলে রাখার সময় চন্দ্রপলের ঝুলিতে ১১,৮৬৭ টেস্ট রান। কিংবদন্তি ব্রায়ান লারার চেয়ে যা মাত্র ৮৬ রান কম। একচল্লিশ বছরের বাঁ-হাতি ব্যাটসম্যানের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলে। শেষও করলেন ইংল্যান্ডকে খেলেই ১৬৪ টেস্টে তাঁর গড় ৫১.৩৭। সর্বোচ্চ রান অপরাজিত ২০৩। এ দিন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলের মতো তারকারা টুইটারে চন্দ্রপলকে প্রাক্তনদের ভুবনে স্বাগত জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement