অস্ট্রেলিয়া ১১৩৪, ও. ইন্ডিজ ৭

চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার এ পর্যন্ত সাতটা উইকেট ফেলতে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা ১১৩৪ রান খরচ করে ফেলেছেন। প্রথম টেস্ট তিন দিনের মধ্যে ইনিংসে জিতে এমসিজিতেও বিরাট জয়ের পথে স্টিভ স্মিথরা। অস্ট্রেলিয়ার ৫৫১-৩ ডিক্লেয়ারের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯১-৬। বক্সিং ডে-তে বার্নস এবং খোয়াজার পর এ দিন ক্যারিবিয়ান বোলিং পিটিয়ে অপরাজিত সেঞ্চুরি করলেন স্মিথ (১৩৪) এবং ভোজেস (১০৬)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০২:৪২
Share:

চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার এ পর্যন্ত সাতটা উইকেট ফেলতে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা ১১৩৪ রান খরচ করে ফেলেছেন। প্রথম টেস্ট তিন দিনের মধ্যে ইনিংসে জিতে এমসিজিতেও বিরাট জয়ের পথে স্টিভ স্মিথরা। অস্ট্রেলিয়ার ৫৫১-৩ ডিক্লেয়ারের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯১-৬। বক্সিং ডে-তে বার্নস এবং খোয়াজার পর এ দিন ক্যারিবিয়ান বোলিং পিটিয়ে অপরাজিত সেঞ্চুরি করলেন স্মিথ (১৩৪) এবং ভোজেস (১০৬)। এটাই ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলীয়দের প্রথম বার এক ইনিংসে চারটে সেঞ্চুরি। সিরিজে আপাতত অস্ট্রেলিয়ার ১৬২ ব্যাটিং গড়ও টেস্ট সিরিজের ইতিহাসে কোনও দলের সর্বোচ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement