আইএসএল ভুলে ক্লাব কোচিংয়ে নজর আর্মান্দোর

মানভঞ্জনের পর ই-মেল, পাল্টা ই-মেল পর্বও শেষ। ময়দান জুড়ে ছুটির দিনেও তাই ফিসফিসানি, আগামী মরসুমে ইস্টবেঙ্গল কোচ হিসেবে আর্মান্দো কোলাসো থাকছেন কি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৪ ০৩:২৯
Share:

মানভঞ্জনের পর ই-মেল, পাল্টা ই-মেল পর্বও শেষ। ময়দান জুড়ে ছুটির দিনেও তাই ফিসফিসানি, আগামী মরসুমে ইস্টবেঙ্গল কোচ হিসেবে আর্মান্দো কোলাসো থাকছেন কি?

Advertisement

ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য এ দিন এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে গড়িয়া থেকে গুরগাঁওয়ে ছড়িয়ে থাকা লাল-হলুদ সমর্থকরা কিন্তু মনে করছেন, চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুনে যখন সুভাষ ভৌমিকের মগজাস্ত্র কাজ করবে তখন তাঁর মোক্ষম ‘অ্যান্টিডোট’ হতে পারে পাঁচ বারের আই লিগ জয়ী গোয়ান আর্মান্দোর সুবিশাল অভিজ্ঞতা। রবিবারও আনন্দবাজার ক্রীড়া দফতরে ফোন করে বহু ইস্টবেঙ্গল সমর্থক জানতে চেয়েছেন আগামী মরসুমে লাল-হলুদ কোচের পদে আর্মান্দোই থাকছেন কি না।

ভক্তদের এই আকুতি আর্মান্দোর কানেও গিয়েছে বলে খবর। কর্তারা তাঁর ব্যাপারে আগ্রহ দেখানোয় তিনিও এখন অনেকটাই ইতিবাচক। আইএসএল-এ কোচিং করানোর দাবি থেকেও সরে এসেছেন। গোয়ার বাড়ি থেকে এ দিন আর্মান্দো বলেন, “কর্তাদের মেল করে নিজের বক্তব্য জানিয়ে দিয়েছি। আইএসএল-এ কোচিংয়ের চিন্তা করছি না। তবে ক্লাব কোচিং করব।” সঙ্গে এটাও জানিয়ে দেন, “অন্য কোনও ক্লাবে যাইনি। কলকাতায় ভোট পর্ব চলছে বলে দু’দিন পর কর্তারা সিদ্ধান্ত জানাবেন বলেছেন।” তবে আর্থিক চুক্তির ব্যাপারে কোনও উচ্চবাচ্য করতে চাননি এই গোয়ান কোচ। বলেন, “ক্লাবকে সমঝোতামূলক একটা দাবি জানিয়েছি। আশা করছি ওরা সেটা মেনে নেবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement