আফ্রিদির কাছে এ বার ভারত স্রেফ একটা ম্যাচ

পাকিস্তান নাকি ভারতকে চমকে দেবে রবিবার! এই ভবিষ্যদ্বাণী পোড়খাওয়া পাক অলরাউন্ডারের। এ বারের বিশ্বকাপে ভারত-পাক মহাসংঘর্ষের চার দিন আগেই শাহিদ আফ্রিদি বলে দিচ্ছেন, “জীবনে সব কিছুরই একটা শুরু বলে ব্যাপার থাকে। প্রথম বার। সে রকমই বিশ্বকাপেও এ বার আমরা ভারতকে প্রথম বার হারাব। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আমাদের যে খারাপ রেকর্ড তা মাথায় নিয়ে আমরা রবিবার অ্যাডিলেড ওভালে মোটেই নামব না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৫৪
Share:

পাকিস্তান নাকি ভারতকে চমকে দেবে রবিবার! এই ভবিষ্যদ্বাণী পোড়খাওয়া পাক অলরাউন্ডারের। এ বারের বিশ্বকাপে ভারত-পাক মহাসংঘর্ষের চার দিন আগেই শাহিদ আফ্রিদি বলে দিচ্ছেন, “জীবনে সব কিছুরই একটা শুরু বলে ব্যাপার থাকে। প্রথম বার। সে রকমই বিশ্বকাপেও এ বার আমরা ভারতকে প্রথম বার হারাব। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আমাদের যে খারাপ রেকর্ড তা মাথায় নিয়ে আমরা রবিবার অ্যাডিলেড ওভালে মোটেই নামব না।

Advertisement

এ বারের পাকিস্তান দল অতীতের ওই খারাপ রেকর্ডে মুষড়ে পড়ার মতো টিম নয়। এটাও জানি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, সারা পৃথিবী থেকে দু’দেশের সমর্থকেরা সে দিন অ্যাডিলেডে এসে জড়ো হবেন। কিন্তু আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে যে, সেই দিন ভারতকে চমকে দিতে পারব আমরা। সেই ক্ষমতা আমাদের আছে। সত্যি কথা কী, নিজেদের দিনে পাকিস্তান যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে।”

তিন দশক যাবত বাইশ গজে ভারত-পাক ম্যাচের চাপ নেওয়ার অভিজ্ঞতা থাকা আফ্রিদি ষোলো বছরের টিনএজার হিসেবে এই মহাম্যাচ খেলে আসছেন। এখন চৌত্রিশ বছরের পরিণত যুবক। ওয়ান ডে-তে ৮০০০ রান আর ৪০০ উইকেটের চমকপ্রদ ‘ডাবল’ করার থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে। সেই তারকা অলরাউন্ডার রবিবারের ম্যাচ নিয়ে আরও বলছেন, “এটাই সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে চাপের ম্যাচ। তবে দু’টো দলই সেই চাপ সামলাতেও জানে। আমাদের দিক দিয়ে এটুকু বলতে পারি, এ বার আমরা এটাকে স্রেফ আর একটা ম্যাচ ভেবে খেলব।” আফ্রিদির স্বপ্ন, শৃঙ্গে পৌঁছে নিজের ক্রিকেটজীবন শেষ করার। “তার জন্য চাইছি এ বার অস্ট্রেলিয়াতেই পাকিস্তানের সেই বিরানব্বই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নজিরকে ফের স্পর্শ করতে।” তবে সেটা যে যথেষ্ট কঠিন সেটাও স্বীকার করে নিয়েছেন। “বিরানব্বইয়ের টিম ছিল সিনিয়র আর তরুণদের সঠিক কম্বিনেশন। সেখানে এ বারের টিমে অনভিজ্ঞ তরুণ ক্রিকেটার বেশি। সঙ্গে আবার অনেক চোটআঘাত সমস্যা আছে দলটায়।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন