বার্সা অভিষেকের অপেক্ষায় সুয়ারেজ

এখন আবার নিজেকে ফুটবলার মনে হচ্ছে

ইংল্যান্ড জুড়ে তিনি এখনও পরিচিত নরখাদক, বর্ণবিদ্বেষী হিসাবে। সেই লুই সুয়ারেজ এ বার স্পেনে শুরু করতে চলেছেন কেরিয়ারের নতুন অধ্যায়। সুয়ারেজের উপর ফিফার সাসপেনশন বহাল থাকলেও ‘কোর্ট অব আরবিট্রেশন’-এর রায়ে তিনি প্রতিদ্বন্দ্বিতামুলক ম্যাচ ছাড়া অন্যান্য ম্যাচে বার্সেলোনার হয়ে খেলতে পারবেন। সেই মতো সুয়ারেজের বার্সা অভিষেক ঘটতে চলেছে জোয়ান গ্যাম্পার ট্রফিতে। ক্লাব অনুশীলনে তাঁকে দেখে খুশি বার্সা কোচ লুই এনরিকে গ্যাম্পার ট্রফিতে তাঁকে নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৪ ০৩:০৬
Share:

‘আইস বাকেট’ চ্যালেঞ্জে উতরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর উপর দু’বালতি বরফ জল ঢালার পর ‘থাম্বস আপ’-এ বোঝান সব ঠিকঠাকই রয়েছে। বিশ্বজুড়ে সমাজসেবামূলক এই চ্যালেঞ্জে সাড়া দিয়েছেন বহু সেলিব্রিটি। চ্যালেঞ্জটা হল বরফ জল গায়ে ঢালা সহ্য করার। চ্যালেঞ্জ নিলে দশ, না নিলে একশো ডলার দিতে হবে সমাজকল্যাণে। আর চ্যালেঞ্জ নেওয়ার পর অন্য কারও নাম বেছে নেওয়া যাবে। রোনাল্ডো বাছলেন তিন সঙ্গীত তারকা বিয়ন্সে, জেনিফার লোপেজ ও লিল ওয়েনকে। ছবি: টুইটার

ইংল্যান্ড জুড়ে তিনি এখনও পরিচিত নরখাদক, বর্ণবিদ্বেষী হিসাবে। সেই লুই সুয়ারেজ এ বার স্পেনে শুরু করতে চলেছেন কেরিয়ারের নতুন অধ্যায়। সুয়ারেজের উপর ফিফার সাসপেনশন বহাল থাকলেও ‘কোর্ট অব আরবিট্রেশন’-এর রায়ে তিনি প্রতিদ্বন্দ্বিতামুলক ম্যাচ ছাড়া অন্যান্য ম্যাচে বার্সেলোনার হয়ে খেলতে পারবেন। সেই মতো সুয়ারেজের বার্সা অভিষেক ঘটতে চলেছে জোয়ান গ্যাম্পার ট্রফিতে। ক্লাব অনুশীলনে তাঁকে দেখে খুশি বার্সা কোচ লুই এনরিকে গ্যাম্পার ট্রফিতে তাঁকে নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

Advertisement

মাঠ থেকে দূরে থাকতে থাকতে যে তিনি ক্রমশ ভেঙে পড়ছিলেন, সেটা পরিষ্কার সুয়ারেজের কথায়। তিনি বলেছেন, “আবার মনে হচ্ছে আমি একজন ফুটবলার। আর অপেক্ষা করতে পারছি না মাঠে নামার জন্য। খুব শক্ত থাকতে হচ্ছে এই সময়। আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় খেলার। এই ক্লাবের সঙ্গে আমার ভবিষ্যতের কথাই এখন ভাবছি।”

সুয়ারেজ-মেসি-নেইমার ত্রিফলা থাকলেও এনরিকে জানেন, ট্রফি না দিতে পারলে তাঁর টিকে থাকা মুশকিল এই ক্লাবে। বলেন, “ট্রফি দিলেই সমর্থকরা আমাকে ভালবাসবে।” বার্সেলোনার ‘বি’ দলের কোচ ছিলেন এনরিকে। ক্লাবের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তাই আদ্যোপান্ত ক্লাবের সঙ্গে পরিচিত স্প্যানিশ কোচ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন