এমসিজির ছাদে দে ঘুমাকে

মহেন্দ্র সিংহ ধোনি কোথায় উঠছেন? মহেন্দ্র সিংহ ধোনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ছাদে উঠছেন! ধোনি উঠছেন, বিরাট কোহলি উঠছেন, রোহিত শর্মা— তিনিও উঠছেন। একা অধিনায়ক নন, একে একে অনেকে। ভারতের বিশ্বকাপ জার্সির উন্মোচন আসলে ওখানেই হচ্ছে, তাই! এমসিজি এমএস ধোনিকে শেষ বার দেখেছিল টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের দিন।

Advertisement

চেতন নারুলা

মেলবোর্ন শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৫ ০৩:২৯
Share:

উন্মোচন হল ভারতের নতুন ওয়ান ডে জার্সির। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ছাদে। বৃহস্পতিবার। ছবি: গেটি ইমেজেস

মহেন্দ্র সিংহ ধোনি কোথায় উঠছেন?

Advertisement

মহেন্দ্র সিংহ ধোনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ছাদে উঠছেন!

ধোনি উঠছেন, বিরাট কোহলি উঠছেন, রোহিত শর্মা— তিনিও উঠছেন। একা অধিনায়ক নন, একে একে অনেকে। ভারতের বিশ্বকাপ জার্সির উন্মোচন আসলে ওখানেই হচ্ছে, তাই!

Advertisement

এমসিজি এমএস ধোনিকে শেষ বার দেখেছিল টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের দিন। যে দিন ক্রিকেটবিশ্বকে হতবাক করে দিয়ে আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ধোনি। তার পর দেখল বৃহস্পতিবার, আবার। দেখল পুরো টিম সহ ভারত অধিনায়ক উঠছেন এমসিজি-র স্কোরিং স্ক্রিনের ওখানে। জার্সি উন্মোচনের ফটোশু্যটে।

অত উঁচুতে ওঠার সিদ্ধান্ত কেন, নিশ্চিত করে বলা সম্ভব নয়। হয়তো এমসিজি-র ছাদে উঠে মনে মনে ভেবে নেওয়া, ২৯ মার্চ এক লক্ষ দর্শকের সামনে বিশ্বকাপ ফাইনালে তাঁর টিম যদি এখানে নামে, যদি আবারও জেতে বিশ্বকাপ, কেমন লাগবে উঁচু থেকে দেখতে। কিন্তু ভারতের বিশ্বকাপ জার্সির পিছনে ধোনি সহ টিমের কী অবদান, সেটা জানা সম্ভব। যা তাঁরা নিজেরাই জানিয়ে গেলেন।

ধোনি যেমন চেয়েছিলেন, ভারতের জাতীয় পতাকার কিছু একটা থাকুক জার্সিতে। বিশ্বকাপ জার্সির সামনের দিক সেটা থাকছে।

বিরাট চেয়েছিলেন, জার্সিটা যেন একদম মাপে-মাপে হয়। সেটা করা হয়েছে।

ধোনি চেয়েছিলেন, ট্র্যাকপ্যান্ট একটু ঢিলেঢালা হোক। যাতে উইকেটকিপিং করতে সুবিধে হয়।

রবিচন্দ্রন অশ্বিনের দাবি ছিল, জার্সির হাতের কাছটা একটু যেন ঢিলে থাকে। যাতে বল করতে অসুবিধেয় না পড়তে হয়। বাদ যায়নি সেটাও।

শুধু তাই নয়, ভারতের জার্সি এমন ভাবে তৈরি হয়েছে যাতে সেটা পরিবেশ-বন্ধু হয়। এখন শুধু একটা জিনিসই দেখার। ২৯ মার্চ বিশ্বকাপ-ভাগ্য ভারতের আবার সঙ্গী হয় কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন