প্রথম টেস্টে পাকিস্তানের বিরাট রানের জবাব অ্যালিস্টার কুকের ব্যাটে দিচ্ছে ইংল্যান্ড। শুক্রবার আবুধাবিতে ক্যাপ্টেন কুক করেন ২৬৩ রান। যার দাপটে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৫৬৯-৮। পাকিস্তানের প্রথম ইনিংসে রান ৫২৩-৮ ডিঃ। দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নেমেছিলেন কুক। তার পর থেকে তাঁর ৫২৮ বলের ম্যারাথন ইনিংসে মেরেছেন ১৮টি বাউন্ডারি।