কুস্তিতে টিম কিনলেন কোহলিও

রোহিত শর্মার পর এ বার কুস্তির পেশাদার লিগে টিম মালিক হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এ দিন বেঙ্গালুরু যোদ্ধাস ফ্র্যাঞ্চাইজির তরফে যুগ্ম মালিক হিসাবে কোহলির নাম ঘোষণা করে হল। ‘‘আমি দারুণ উৎসাহিত। জোর দিয়ে বলতে পারি আমাদের টিম ম্যাটে বাকিদের কাত করে দেবে,’’ বলেছেন কোহলি। যাঁর টিমে নরসিংহ পঞ্চম যাদব, লন্ডন অলিম্পিক্সের রুপো জয়ী জর্জিয়ার ডেভিট মোদসমানাশভিলির মতো তারকারা আছেন।

Advertisement
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ০৩:৪২
Share:

বেঙ্গালুরু যোদ্ধাস টিমের সঙ্গে নতুন টিম-মালিক কোহলি। ছবি: টুইটার।

রোহিত শর্মার পর এ বার কুস্তির পেশাদার লিগে টিম মালিক হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এ দিন বেঙ্গালুরু যোদ্ধাস ফ্র্যাঞ্চাইজির তরফে যুগ্ম মালিক হিসাবে কোহলির নাম ঘোষণা করে হল। ‘‘আমি দারুণ উৎসাহিত। জোর দিয়ে বলতে পারি আমাদের টিম ম্যাটে বাকিদের কাত করে দেবে,’’ বলেছেন কোহলি। যাঁর টিমে নরসিংহ পঞ্চম যাদব, লন্ডন অলিম্পিক্সের রুপো জয়ী জর্জিয়ার ডেভিট মোদসমানাশভিলির মতো তারকারা আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement