কোহলি ভক্তের জেল

দশ বছরের জেল হতে পারে বিরাট কোহলির পাকিস্তানি ভক্তের! উমর দরাজ নামে পাক-পঞ্জাবের ওই বাইশ বছরের যুবক গত ছাব্বিশ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ে উচ্ছ্বসিত হয়ে নিজের বাড়ির মাথায় ভারতীয় পতাকা উড়িয়েছিলেন। তাতেই দেশদ্রোহিতা ও বিশৃঙ্খলা ছড়ানোর দায়ে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ০২:৫৮
Share:

দশ বছরের জেল হতে পারে বিরাট কোহলির পাকিস্তানি ভক্তের! উমর দরাজ নামে পাক-পঞ্জাবের ওই বাইশ বছরের যুবক গত ছাব্বিশ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ে উচ্ছ্বসিত হয়ে নিজের বাড়ির মাথায় ভারতীয় পতাকা উড়িয়েছিলেন। তাতেই দেশদ্রোহিতা ও বিশৃঙ্খলা ছড়ানোর দায়ে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন তিনি। পাকিস্তানের আইনে যার শাস্তি দশ বছর পর্যন্ত জেল। উমর অবশ্য বলেছেন, এমন কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। তিনি অন্ধ কোহলি ভক্ত এবং ব্যাটসম্যানের জন্যই ভারতীয় দলেরও সমর্থক। তেরঙ্গা ওড়ানোটা অপরাধ জানতেন না। জানা থাকলে ওড়াতেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement