কলকাতার গরম হাতিয়ার সঞ্জয়ের

গরমকে অস্ত্র করেই লাজং এফসিকে হারাতে মরিয়া মহমেডান। বুধবার আই লিগে অবনমন বাঁচানোর লড়াইয়ে লাজং এফসির মুখোমুখি সঞ্জয় সেনের দল। যে ম্যাচে হারলে আরও সমস্যায় পড়তে পারে সাদা-কালো শিবির। কিন্তু তীব্র গরমে ম্যাচ দুপুর তিনটের সময় হওয়ায় লাজং কোচ থাংবোই সিংটো বলেন, “গরম এই ম্যাচে একটা বড় ভূমিকা নিতে চলেছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০৩:২০
Share:

গরমকে অস্ত্র করেই লাজং এফসিকে হারাতে মরিয়া মহমেডান।

Advertisement

বুধবার আই লিগে অবনমন বাঁচানোর লড়াইয়ে লাজং এফসির মুখোমুখি সঞ্জয় সেনের দল। যে ম্যাচে হারলে আরও সমস্যায় পড়তে পারে সাদা-কালো শিবির। কিন্তু তীব্র গরমে ম্যাচ দুপুর তিনটের সময় হওয়ায় লাজং কোচ থাংবোই সিংটো বলেন, “গরম এই ম্যাচে একটা বড় ভূমিকা নিতে চলেছে।” শেষ ম্যাচে রাংদাজিদকে হারিয়ে ফের ছন্দে ফিরেছে মহমেডান। সঞ্জয় সেনের দলের প্রশংসায় পঞ্চমুখ সিংটো যোগ করেন, “মহমেডান ভাল দল। প্রতিটা বিভাগেই দলে ভাল ফুটবলার আছে। ছন্দের অভাব আছে ঠিকই, তবে পেন, জোসিমারদের মতো ফুটবলাররাও আছে।”

ম্যাচের আগে সতর্ক সঞ্জয় সেনও। দুটো ম্যাচ বাকি থাকতে ১২ নম্বরে মহমেডান। ২১ পয়েন্ট নিয়ে। চার্চিল এক ম্যাচ কম খেলে ১৩ নম্বরে ১৯ পয়েন্ট নিয়ে।

Advertisement

এই কারণে লাজং ম্যাচ কার্যত ‘ফাইনাল’, সেই কথাই জানালেন সঞ্জয়। বলে দিলেন, “এই মরসুমে আমরা ধারাবাহিক নেই। আগের ম্যাচ জিতে স্বস্তি পেয়েছি ঠিকই কিন্তু তা সাময়িক। ম্যাচটা আমাদের জন্য কোনও ফাইনালের মতোই।” দলে চোটের তালিকায় রয়েছেন মাঝমাঠের ফুটবলার মণীশ মৈথানি। কিন্তু তা গুরুতর নয়। সঞ্জয় বলেন, “শেষ ম্যাচে লাজংয়ের কাছে হেরেছিলাম। এই ম্যাচে দল বেশি বদলাবো না। উইনিং কম্বিনেশনটা রাখার চেষ্টা করব।” রাংদাজিদের সঙ্গে ০-১ পিছিয়ে ২-১ জিতলেও সব সময় ঘুরে দাঁড়ানো কঠিন, সেই কথাই জানালেন সঞ্জয়। অর্থাৎ পরোক্ষে গোল না খাওয়ার কথাই জানালেন সঞ্জয়। “ধানমন্ডি ম্যাচে আমরা প্রমাণ করেছি যে ঘুরে দাঁড়াতে পারি। রাংদাজিদের সঙ্গে পিছিয়ে পরেও জিতেছি। কিন্তু রোজ রোজ ঘুরে দাঁড়ানো কঠিন। এটাই ওদের বোঝাচ্ছি,” বলেন সঞ্জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন