লা লিগার প্রথম ম্যাচেই অনিশ্চিত

চোটের ধাক্কা এ বার নেইমারকে

মরসুম শুরু হওয়ার আগেই চোটের ধাক্কা লাগছে একের পর এক মহাতারকার। চলতি সপ্তাহেই গোড়ার দিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সুপার কাপে মাঠ ছেড়েছিলেন চোট পেয়ে। এ বার চোট পেলেন বার্সেলোনার মহাতারকা নেইমার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ০৩:২৭
Share:

বার্সার নতুন মরসুমের শুরুতে হয়তো নেই এই জুটি।

মরসুম শুরু হওয়ার আগেই চোটের ধাক্কা লাগছে একের পর এক মহাতারকার। চলতি সপ্তাহেই গোড়ার দিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সুপার কাপে মাঠ ছেড়েছিলেন চোট পেয়ে। এ বার চোট পেলেন বার্সেলোনার মহাতারকা নেইমার।

Advertisement

বিশ্বকাপে পিঠে গুরুতর চোট সারিয়ে ওঠার পর বার্সার চিকিৎসকরা তাঁকে সদ্যই প্র্যাকটিসে যোগ দেওয়ার সবুজ সংকেত দিয়েছিলেন। ঠিক তার পরেই বৃহস্পতিবার টিম প্র্যাকটিসে নেমে তাঁর গোড়ালিতে চোট লাগল। যার জন্য রবিবার এ বারের লা লিগা অভিযানের প্রথম ম্যাচে ‘ব্রাজিলের বোমা’কে নাও পেতে পারে বার্সা। কাতালান ক্লাবের তরফেও নেইমারের গোড়ালিতে চোট পাওয়ার কথা স্বীকার করা হয়েছে। কিন্তু সুস্থ হয়ে কবে মাঠে নামতে পারবেন ব্রাজিলীয় মহাতারকা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। “ক্লাবের মেডিক্যাল টিম জানিয়েছে নেইমারের মাঠে ফেরাটা তিনি কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন তার উপর নির্ভর করবে,” বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

এলচের বিরুদ্ধে রবিবার যে নেইমারকে পাওয়া যাচ্ছে ধরেই এগোচ্ছে বার্সা তার ইঙ্গিত স্পষ্ট ক্লাবের সিনিয়র মিডফিল্ডার জাভি হার্নান্দেজের কথাতেই। তিনি বলে দেন, “জানি না নেইমারকে রবিবার ম্যাচে পাওয়া যাবে কি না। ও টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। তবে চোটের জন্য যদি ওকে শেষ পর্যন্ত না পাওয়া যায় সেটা দলের কাছে বড় ধাক্কা।”

Advertisement

এ দিকে রিয়াল মাদ্রিদ তারকা অ্যাঞ্জেল দি মারিয়ার কাতালান ক্লাবে আসা নিয়ে যে জল্পনা চলছিল তাতে জল ঢেলে দিয়েছেন জাভি। আর্জেন্তিনীয় ফুটবলারের অন্য ক্লাবের যাওয়ার ইচ্ছে রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি ফাঁস করে দেওয়ার পর জল্পনা চলছিল বার্সা তাঁকে সই করাতে ঝাঁপাতে পারে। কিন্তু জাভি বলে দেন, “দি মারিয়া দুরন্ত প্লেয়ার। কিন্তু অতীত বলছে মাদ্রিদের প্লেয়ারের বার্সেলোনায় আসা বা বার্সার প্লেয়ারের রিয়ালে যাওয়াটা খুব কঠিন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন