সতীর্থদের কোলে ম্যাচের নায়ক জেরি। শুক্রবার। —নিজস্ব চিত্র।
বড়দের ডার্বির চব্বিশ ঘণ্টা আগে ছোটদের ডার্বি জিতল মোহনবাগান। এক সপ্তাহের মধ্যে অনূর্ধ্ব-১৯ আই লিগের ফিরতি ডার্বিতে উল্টে গেল ছবি। আগের হারের বদলা নিয়ে ইস্টবেঙ্গলকে ১-০ হারাল মোহনবাগান। তা-ও আবার লাল হলুদ সিনিয়র দলের কোচ আর্মান্দোর সামনে। যিনি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন নিজেদের মাঠে।
হাড্ডাহাড্ডি ম্যাচ ছাড়াও উপস্থিত দর্শকরা দেখলেন জেরি পুলোমেতের চোখ ধাঁধানো গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ১৮ গজ দূর থেকে জেরির শট বারপোস্টে লেগে জালে জড়ায়। মোহনবাগানের ‘ম্যাচ উইনার’ জেরি অসমের ফার্লংয়ের ছেলে। পাশাপাশি প্রচুর সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে। তিনটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে তরুণ দে-র দল। কিষাণ বাগ, জিতেন মুর্মুর মতো ফুটবলাররা অনেক সুযোগ ফস্কান। অন্য দিকে মোহনবাগানের প্রহ্লাদ রায়, অনির্বাণ মান্নারা নজর কেড়ে নেন ভাল ফুটবল খেলে। দল জিতলেও, পুরো খেলা গ্যালারিতে বসেই দেখলেন জুনিয়র মোহনবাগান কোচ দীপক বেরা। নিজের ঘরের মাঠে হারের স্বাদ পেয়ে স্বভাবতই হতাশ জুনিয়র ইস্টবেঙ্গল কোচ তরুণ দে। “দুটো বড় ম্যাচ জিতে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল আমার দল। তবে এ রকম হয়। আমার ফুটবলার জীবনেও হয়েছে,” বলেন তরুণ। কিন্তু হারলেও আই লিগের মূল পর্বে ওঠার লড়াইয়ে অবশ্য টিকে রইল ইস্টবেঙ্গল। কারণ অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ০-১ হারল ভবানীপুরের কাছে। অর্নূধ্ব-১৯ আই লিগে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড দু’দলেরই এখন ১৩ পয়েন্ট।