চেন্নাইয়ানকে হারিয়ে আটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল নর্থ-ইস্ট ইউনাইটেড। নয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা পাঁচে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে আটলেটিকো চারে। বুধবার ঘরের মাঠে ম্যাচ হেরে এলানোরা সাতে। বিরতির আগেই এলানোর দুরন্ত গোলে মাতেরাজ্জির টিমই ১-০ এগিয়ে যায়। তবে সমতা ফেরাতে সময় নেননি কামারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান নর্থ-ইস্টের সিলাস।