ডেবোরা চারে

রিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের দৌড়ে বিরাট লাফ ভারতের মহিলা সাইক্লিস্ট ডেবোরা হেরাল্ডের। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এলেন তিনি। সদ্য শেষ হওয়া ট্র্যাক এশিয়া কাপের আগে ডেবোরা র‌্যাঙ্কিংয়ে দশে ছিলেন। যে টুর্নামেন্ট থেকে একটি সোনা আর দুটি রুপো জয় তাঁকে ছয় ধাপ এগিয়ে দিল। আন্দামানের ২০ বছরের সাইক্লিস্ট ৫০০ মিটার টাইম ট্রায়ালে ২১১ পয়েন্ট তুলে চারে। দলগত র‌্যাঙ্কিংয়েও ভারত ১৩ নম্বরে।

Advertisement
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৫ ০৩:৩৭
Share:

রিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের দৌড়ে বিরাট লাফ ভারতের মহিলা সাইক্লিস্ট ডেবোরা হেরাল্ডের। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এলেন তিনি। সদ্য শেষ হওয়া ট্র্যাক এশিয়া কাপের আগে ডেবোরা র‌্যাঙ্কিংয়ে দশে ছিলেন। যে টুর্নামেন্ট থেকে একটি সোনা আর দুটি রুপো জয় তাঁকে ছয় ধাপ এগিয়ে দিল। আন্দামানের ২০ বছরের সাইক্লিস্ট ৫০০ মিটার টাইম ট্রায়ালে ২১১ পয়েন্ট তুলে চারে। দলগত র‌্যাঙ্কিংয়েও ভারত ১৩ নম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement