‘তাতিয়েছে হর্নের ভিডিও, টিম মিটিংয়ে শাহরুখ’

তাঁর ব্যাট থেকে এসেছে জয়ের বাউন্ডারি। তাঁর মারা ছক্কাই বদলে দেয় ম্যাচের রং। ফাইনালের অন্যতম নায়ক সেই পীযূষ চাওলাই আবার কলকাতায় পা দিয়ে ফাঁস করলেন নাইটদের জয়ের অন্যতম রসায়ন। সোমবার সন্ধ্যায় শহরে ফিরে যে ব্যাখ্যা দিলেন নাইটদের স্পিনার অলরাউন্ডার, তাতে দু’টি কারণ উঠে এল এক) টিম মিটিংয়ে শাহরুখের শান্ত এবং সতেজ উপস্থিতি ও দুই) ফাইনালের আগের দিন মাইক হর্নের মোটিভেশনাল ভিডিও দেখানো।

Advertisement

কুন্তল চক্রবর্তী

শেষ আপডেট: ০৩ জুন ২০১৪ ০৩:১৩
Share:

তাঁর ব্যাট থেকে এসেছে জয়ের বাউন্ডারি। তাঁর মারা ছক্কাই বদলে দেয় ম্যাচের রং। ফাইনালের অন্যতম নায়ক সেই পীযূষ চাওলাই আবার কলকাতায় পা দিয়ে ফাঁস করলেন নাইটদের জয়ের অন্যতম রসায়ন।

Advertisement

সোমবার সন্ধ্যায় শহরে ফিরে যে ব্যাখ্যা দিলেন নাইটদের স্পিনার অলরাউন্ডার, তাতে দু’টি কারণ উঠে এল এক) টিম মিটিংয়ে শাহরুখের শান্ত এবং সতেজ উপস্থিতি ও দুই) ফাইনালের আগের দিন মাইক হর্নের মোটিভেশনাল ভিডিও দেখানো। এই দুই ঘটনাই পুরো শিবিরকে উদ্দীপ্ত করে লড়াই করার মানসিক শক্তি জুগিয়েছিল। “এগুলো ফাইনালে আমাদের সাফল্যের অন্যতম কারণ বলাই যায়,” সোমবার সন্ধ্যায় টিম হোটেলে বসে বলছিলেন আলিগড়ের ছেলে।

আইপিএল ফাইনালের উত্তেজনা নিয়ে চাওলা বলছিলেন, “জনসনকে ছয় মারার কোনও পরিকল্পনাই ছিল না। এক রানের কথাই ভেবেছিলাম। বলের বাউন্স গলার দিকে আসছে দেখে সুযোগটা হাতছাড়া করিনি।”

Advertisement

কিন্তু এখন আর এ সব নিয়ে ভাবতেই চান না চাওলা। উল্টে বলে দিলেন, “যে বলে চার মেরেছি, সেটা স্মারক হিসেবে রাখার কথা ভাবিনি। আসলে আমি এত আবেগপ্রবণ নই।” জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আর আইপিএল খেলা কোন ঘরানায় বেশি চাপ থাকে? চাওলার উত্তর, “দু’টোতেই মারাত্মক চাপ। তবে চাপের ধরনটা আলাদা হয়। ফ্র্যাঞ্চাইজিগুলো এত টাকা খরচ করে টিম করে। স্বাভাবিক ভাবেই ওদের চাহিদাও অনেক বেশি। সেই চাহিদা মেটানোও কিন্তু কঠিন চ্যালেঞ্জ।”

নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হলেও জাতীয় দলে সুযোগ না পাওয়ার আফসোসটা কিন্তু কিছুতেই যাচ্ছে না চাওলার। “ঘরোয়া ক্রিকেট বা আইপিএলে ভাল পারফর্ম করার চেষ্টা করেছি। এখন জাতীয় দলে আমাকে সুযোগ দেওয়া হবে কি না, তা তো নির্বাচকদের ব্যাপার।” স্বঘোষিত আবেগহীন পীযূষ চাওলা কিন্তু এ বার আর নিজের দীর্ঘশ্বাসটা আটকাতে পারলেন না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement