আইএসএলের ডার্বি

ত্রেজেগুয়ে আজ তাকিয়ে আক্রমণ বিভাগের দিকে

আইএসএলের মহারাষ্ট্র-ডার্বি জিতবে কে? শনিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি বনাম এফসি পুণে সিটি ম্যাচে জমজমাট ডার্বির রসদের অভাব যদিও নেই। ত্রেজেগুয়ে বনাম পাভেল, লালরিন্দিকা বনাম রাভানন, স্তোহাঞ্জ বনাম কাতসৌরানিস, সুব্রত পাল বনাম লেনি রদ্রিগেজ ব্যক্তিগত সব ডুয়েলের মাঝেও দু’দলের মোক্ষ একটাই— তিন পয়েন্ট চাই যেনতেন প্রকারে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৪ ০৩:২৫
Share:

মুম্বইয়ের প্র্যাকটিসে আনেলকার সঙ্গে টক্কর মোহনবাগানের রাম মালিকের। ছবি: পিটিআই

আইএসএলের মহারাষ্ট্র-ডার্বি জিতবে কে?

Advertisement

শনিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি বনাম এফসি পুণে সিটি ম্যাচে জমজমাট ডার্বির রসদের অভাব যদিও নেই।

ত্রেজেগুয়ে বনাম পাভেল, লালরিন্দিকা বনাম রাভানন, স্তোহাঞ্জ বনাম কাতসৌরানিস, সুব্রত পাল বনাম লেনি রদ্রিগেজ ব্যক্তিগত সব ডুয়েলের মাঝেও দু’দলের মোক্ষ একটাই— তিন পয়েন্ট চাই যেনতেন প্রকারে।

Advertisement

তার জন্য আসরে নেমে পড়েছেন দলের মালিকরাও। ঘরের মাঠে প্রথম ম্যাচে নামার আগে মুম্বইয়ের মালিক রণবীর কপূর যখন সমর্থকদের মাঠ ভরানোর জন্য আহ্বান রেখেছেন, তখন পুণের মালিক হৃতিক রোশনও ত্রেজেগুয়েদের কাছে তিন পয়েন্টের জন্য আবেদন করেছেন ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে।

প্রথম রাউন্ডে দু’দলই জয়ের মুখ দেখেনি। শনিবার তাই তিন পয়েন্ট ঝোলায় পুরতে ঝাঁপাবেন দু’দলের কোচই। মুম্বইয়ের ব্রিটিশ কোচ পিটার রিড আশ্বস্ত পুণের বিরুদ্ধে ফের ঘাসের মাঠে খেলতে পারায়। “ভেন্যু হিসেবে কলকাতার প্রতি সম্মান রেখেও বলছি, নিজেদের সমর্থকদের সামনে ঘাসের মাঠে খেলা আমাদের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ। কৃত্রিম টার্ফের সঙ্গে আসল ঘাসের মাঠের কোনও তুলনাই হয় না। পায়ে বল রেখে আক্রমণাত্মক পাসিং ফুটবল খেলতে আমাদের সুবিধা হবে।”

আইএসএলে ভারতীয় এবং বিদেশিদের নিয়ে মুম্বইয়ের দল ব্যালান্সড। কিন্তু প্রথম ম্যাচে তাদের অধিনায়ক রহিম নবি চোট পেয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে চলে যাওয়ায় চিন্তা বেড়েছে কোচের। তাই ত্রেজেগুয়েদের বিরুদ্ধে ‘দু’-একটা পরিবর্তন’ আনতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। নবির পরিবর্তে ক্যাপ্টেন ব্যান্ড যাঁর হাতে উঠতে চলেছে সেই জার্মান সেন্ট্রাল ডিফেন্ডার ম্যানুয়েল ফ্রিডরিখও তিন পয়েন্ট তুলতে মুখিয়ে। ভারতের আর্দ্রতায় নাজেহাল এই জার্মান। তবে আশাবাদী কয়েক সপ্তাহের মধ্যেই নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। “কলকাতায় গিয়ে প্রথম কুড়ি মিনিটের পর আমরা ভাল খেলতে পারিনি। বোকার মতো গোল হজম করতে হয়েছে। ঘরের মাঠে সমর্থকদের সামনে সেই ভুল করা চলবে না। তিন পয়েন্ট চাই-ই।”

এফসি পুণে সিটির কোচ ফ্রাঙ্কো কলম্বার গলাতেও এক সুর। তিনিও বলছেন, “দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচটা একটু কঠিনই ছিল। আমাদের রক্ষণ ভাল খেললেও আক্রমণের ধার আরও বাড়ানো প্রয়োজন।” আর পুণের মার্কি ফুটবলার ডেভিড ত্রেজেগুয়েও বলছেন, “রক্ষণের মতো আমাদের অ্যাটাকিং লাইনকেও ভাল খেলতে হবে। যা প্রথম ম্যাচে হয়নি। মুম্বইয়ের বিরুদ্ধে সেটা হলে তিন পয়েন্ট আসতেই পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন