বিজয় হাজারে ট্রফির দলে রাখা হল ভারতের টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি, শিখর ধবন এবং ইশান্ত শর্মাকে। ১০ থেকে ১৮ ডিসেম্বর এই ওয়ান ডে টুর্নামেন্ট হবে। দিল্লির দলে তাঁরা খেলবেন গৌতম গম্ভীরের অধিনায়কত্বে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সিরিজ অনিশ্চিত। তা ছাড়া জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজে যাওয়ার আগে মাসখানেক সময় আছে। তাই কোহলিদের দলে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান সিরিজ হলেও তাঁদের বদলি ক্রিকেটার রাখা হয়েছে। তবে কোহলিকে কেন দিল্লির ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে না সে ব্যাপারে প্রশ্ন উঠছে।