ধোনির ‘ঠান্ডা মাথা’ নিয়ে আজ নামতে চান কোহলি

ভারতের স্থায়ী টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে নামার আগে কোহলির বিরাট বিবৃতি“আশা করি মাঠে চাপের সময়ে আমি এমএসের মতোই ঠান্ডা থাকতে পারব।” সিডনি টেস্ট শুরুর আগের দিন যিনি এমন কথা শোনালেন, চলতি সিরিজে তাঁকে অস্ট্রেলীয়রা স্লেজিং করলেই পাল্টা দিচ্ছেন তিনি। স্লেজিং-যুদ্ধটা কোহলির প্রধানত যাঁর সঙ্গে চলছিল, সেই মিচেল জনসন শেষ টেস্টে নেই। এতে কি কোহলির ঠান্ডা থাকার সম্ভাবনা বাড়বে সিডনিতে?

Advertisement

চেতন নারুলা

সিডনি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৫ ০১:২৩
Share:

ভারতের স্থায়ী টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে নামার আগে কোহলির বিরাট বিবৃতি“আশা করি মাঠে চাপের সময়ে আমি এমএসের মতোই ঠান্ডা থাকতে পারব।”

Advertisement

সিডনি টেস্ট শুরুর আগের দিন যিনি এমন কথা শোনালেন, চলতি সিরিজে তাঁকে অস্ট্রেলীয়রা স্লেজিং করলেই পাল্টা দিচ্ছেন তিনি। স্লেজিং-যুদ্ধটা কোহলির প্রধানত যাঁর সঙ্গে চলছিল, সেই মিচেল জনসন শেষ টেস্টে নেই। এতে কি কোহলির ঠান্ডা থাকার সম্ভাবনা বাড়বে সিডনিতে?

স্বয়ং কোহলির মনে হচ্ছে, মাঠে তাঁর আচরণে গরম কিছু ছিলই না! “ম্যাচ রেফারি, আম্পায়াররা জানেন মাঠের মধ্যে কী হয়েছে এই সিরিজে। সাধারণবুদ্ধিতে তো এটাই বলে যে, কোনও ক্রিকেটারকে যখন মাঠে তার আচরণের জন্য জরিমানা করা হয়নি, তখন আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে, মাঠে কী হয়েছে। তা ছাড়া আমি যা করেছি, দলের জন্যই করেছি,” বলছেন কোহলি।

Advertisement

কোহলি মাঠে চাপের মুখে ঠান্ডা থাকবেন কি না সেটা হয়তো সময় বলবে, তবে এখনই যেটা বোঝা যাচ্ছে ধোনি-অবসরোত্তর ভারতীয় ড্রেসিংরুমের হাওয়াবদলটা। নতুন টেস্ট ক্যাপ্টেন পূর্বসূরির মতো অন্তর্মুখী নন। ইতিমধ্যেই তাঁকে ডনের দেশে প্রেমিকা অনুষ্কা শর্মার সঙ্গে প্রকাশ্যে কয়েকবার দেখা গিয়েছে। এ দেশের প্রধানমন্ত্রীর চা-চক্রের পরেই টিম ইন্ডিয়ার সদ্য জলবিহারে বিরাট-অনুষ্কা জুটিতেই গিয়েছিলেন। এই খোলাখুলি মনোভাব কোহলির ব্যক্তিগত ব্যাপারে সীমাবদ্ধ নয়। দলের কাছে তিনি কী চান সেটাও স্পষ্ট করে দিচ্ছেন এই নতুন নেতা। “অ্যাডিলেড টেস্টের মতোই সিডনিতেও আমার ছেলেদের জন্য বার্তাটা সহজ-সরল। মাঠে নামো। নিজের উপর বিশ্বাস রাখো। নিজেকে প্রকাশ করো। সব সময় পজিটিভ থেকে জেতার জন্য খেলো।”

তবে স্পষ্টতই নিয়মরক্ষার টেস্টের আবহেও বিশেষত্ব থাকবে, যখন টিম ব্যালকনি থেকে কোহলির ভারতের পারফরম্যান্সের উপর নজর রাখবেন ধোনি। প্রাক্তন টেস্ট অধিনায়ক দেশে ফিরে যাননি। কিন্তু টিমের সঙ্গে থাকলেও কি এই টেস্টে ধোনিকে মিস করবে না টিম কোহলি? “অবশ্যই ওর ইনপুট দলের জন্য মূল্যবান। আমি সব সময় চেষ্টা করি সেগুলোকে কাজে লাগাতে। ও যখন টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানাল আমরা বুঝতে পারছিলাম না কী বলব ওকে! গোটা মুহূর্তটা ভীষণ আবেগময় ছিল। আমাদের মতো তরুণরা ওর ক্যাপ্টেন্সিতেই ভারতীয় দলে শুরু করেছি। ফলে সবার কাছে মেলবোর্নের ওই মুহূর্তটা অদ্ভুত ছিল!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন