মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বিহারের মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। উচ্চশিক্ষায় আগ্রহী পড়ুয়ারা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, বায়োটেকনোলজি, ম্যানেজমেন্ট সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্সেস, বাণিজ্য, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজসেবা, সমাজবিদ্যা, গান্ধীয়ান অ্যান্ড পিস স্টাডিজ়, এডুকেশনাল স্টাডিজ়, মিডিয়া স্টাডিজ়, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-এ পিএইচডি-র সুযোগ মিলবে। আসনসংখ্যা ১৭৮।
সমস্ত বিষয়েই আবেদনের জন্য ইউজিসি নির্ধারিত নিয়ম মানতে হবে। তাঁদের স্নাতকোত্তর বা এমফিল-এ থাকতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। উত্তীর্ণ হতে হবে নেট বা জাতীয় স্তরের অন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়।
প্রার্থীদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। সংরক্ষিতদের জন্য নির্ধারিত আবেদনমূল্য ২০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৫০০ টাকা। আগামী ২৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন।