চুল ছেঁটেও গোল নেই ফিকরুর।
গোল পাচ্ছেন না বলেই হয়তো তাঁর সেই বিখ্যাত চুলের স্টাইলটাই বদলে ফেলেছেন ফিকরু তেফেরা। তাতেও অবশ্য গোল পেলেন না ইথিওপিয়ান স্ট্রাইকার।
টিমকে জেতাতে মাঠে সস্ত্রীক হাজির মহেন্দ্র সিংহ ধোনি। স্থানীয় পোশাক ‘লুঙ্গি’ পরে হাজির অভিষেক বচ্চনও। ধোনি, অভিষেক— দু’জনেই চেন্নাইয়ের সমর্থকদের তাতাতে মাঠে নামলেন। উজ্জীবিত করলেন ফুটবলারদের। সেলফিও তুললেন। তবুও কোনও কিছুই শেষ পর্যন্ত তাঁদের পক্ষে গেল না। জিকোর এফসি গোয়া ২-০ হারাল চেন্নাইয়ানকে। গোয়ার দু’টি গোলই অবশ্য হয়েছে পেনাল্টি থেকে। করেছেন লিও মৌরা এবং লুক্কা। বিরতির আগে খেলার ফল ছিল গোলশূন্য।
বেশ কয়েকটি ফ্রি-কিক পেয়েছিল চেন্নাই। কিন্তু ইলানো সেগুলো কাজে লাগাতে পারলেন না। মেন্ডোজারাও বহু গোলের সুযোগ নষ্ট করলেন। উল্টে ম্যাচ শেষ হওয়ার ঠিক আগেই মৌরাকে ফাউল করে লাল কার্ড দেখেন চেন্নাইয়ের হরমনজোৎ সিংহ খাবরা। এই নিয়ে এ বার আইএসএলে দু’টি লাল কার্ড দেখে ফেললেন প়ঞ্জাব তনয়।
এ দিন মাতেরাজ্জির টিম হেরে যাওয়ায় সুবিধে পেয়ে গেল আন্তোনিও লোপেজ হাবাসের আটলেটিকো দে কলকাতা। ম্যাচ না খেলেই চারে উঠে এলেন ইয়ান হিউমরা। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে এটা কলকাতা টিমের কাছে নিঃসন্দেহে বাড়তি মোটিভেশন। চেন্নাইয়ান নেমে গেল পাঁচে। ম্যাচ জিতে গোয়া আবার শীর্ষ স্থানের দখল নিল। পুণে সিটি নেমে গেল দুইয়ে।
ছবি: আইএসএল।