নতুন প্রযুক্তি নিয়ে সিএবি-তে ‘পিচ ভিশন’

রাজ্যের কোনও প্রত্যন্ত অঞ্চলে কেউ ভাল ইনিংস খেললে তার পারফরম্যান্সের ভিডিও বিশ্লেষণ শহরে বসেই কোচেরা দেখে নিতে পারবেন। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সারা রাজ্যের ক্রিকেটারদের এক ছাতার তলায় আনার এ রকমই সুযোগ এসেছে সিএবি-র কাছে।

Advertisement
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪৩
Share:

রাজ্যের কোনও প্রত্যন্ত অঞ্চলে কেউ ভাল ইনিংস খেললে তার পারফরম্যান্সের ভিডিও বিশ্লেষণ শহরে বসেই কোচেরা দেখে নিতে পারবেন। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সারা রাজ্যের ক্রিকেটারদের এক ছাতার তলায় আনার এ রকমই সুযোগ এসেছে সিএবি-র কাছে। এ জন্য নতুন একটি প্রযুক্তি ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে। ইংল্যান্ডের এক সংস্থার তৈরি এই ক্রিকেট প্রযুক্তির নাম ‘পিচ ভিশন’। বৃহস্পতিবার এই সংস্থার কয়েকজন বিশেষজ্ঞ সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টা দেড়েক বৈঠক করেন। এই প্রযুক্তি কী ভাবে কাজ করে, তা বোঝান। বৈঠক শেষে সৌরভ জানান, এই টেকনোলজি সিএবি ব্যবহার করবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement