পুণেকে হারিয়ে দুইয়ে দিল্লি

পুণে সিটিকে হারিয়ে শেষ চার কার্যত নিশ্চিত করে ফেলল রবার্তো কার্লোসের দিল্লি ডায়নামোস। বড় কোনও অঘটন না ঘটলে আইএসএল-টু সেমিফাইনাল খেলছেন রবিন সিংহ-শৌভিক চক্রবর্তীরা। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে পুণে সিটি এফসি-কে ৩-১ হারাল দিল্লি। উঠে এল লিগ টেবলের দুইয়ে।

Advertisement
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ০২:৫৯
Share:

পুণে সিটিকে হারিয়ে শেষ চার কার্যত নিশ্চিত করে ফেলল রবার্তো কার্লোসের দিল্লি ডায়নামোস। বড় কোনও অঘটন না ঘটলে আইএসএল-টু সেমিফাইনাল খেলছেন রবিন সিংহ-শৌভিক চক্রবর্তীরা। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে পুণে সিটি এফসি-কে ৩-১ হারাল দিল্লি। উঠে এল লিগ টেবলের দুইয়ে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৮। এ দিন দিল্লিকে সমর্থন করতে মাঠে হাজির ছিলেন সুরেশ রায়নাও। ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসেই রবার্তোর টিমের জন্য তিনি গলা ফাটালেন। রায়নাকে এ দিন নিরাশ করেনি দিল্লিও। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল তারা। বিরতির আগেই আদিল নবি এবং আনাসের গোলে এগিয়েও যায় দিল্লি ডায়নামোস। দ্বিতীয়ার্ধেও দিল্লির আক্রমণ জারি ছিল। ম্যাচের শেষের দিকে রালতেকে বক্সের মধ্যে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পুণের গভিন সিংহ। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি রাইস। পুণে দশ জন হয়ে যাওয়ার পরও ইনজুরি টাইমে মুতু এক গোল শোধ করেছিলেন। ম্যাচ অবশ্য ততক্ষণে পকেটে পুড়ে ফেলেছে রাজধানীর টিম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement