প্রায় বিদায় মুম্বইয়ের ধবনরা উঠলেন চারে

শেষ ওভারে ম্যাচ জিততে চেন্নাই সুপারকিংসকে তুলতে হত ১১ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ডকে চার বলের বেশি করতেই হল না। তার মধ্যে প্রথম বলটাই ওয়াইড। উল্টো দিকে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে একটা ছক্কা আর বাউন্ডারি সহ বাকি তিন বলে এল ১২ রান। বিশ্বের অন্যতম সেরা ‘ফিনিশার’কে আটকাতে চেষ্টা কম করেননি রোহিত শর্মারা। কিন্তু তাতে সফল হলেন কোথায়! উল্টে ওয়াংখেড়েতে মুম্বইয়ের এগারো ম্যাচ জেতার দৌড় থেমে গেল শনিবার চেন্নাইয়ের চার উইকেটে জয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০১৪ ০৩:০১
Share:

চেন্নাই-মুম্বই ম্যাচে গ্যালারিতে দর্শক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী ও অভিনেত্রী গীতা বসরা। শনিবার ওয়াংখেড়েতে। ছবি: পিটিআই

শেষ ওভারে ম্যাচ জিততে চেন্নাই সুপারকিংসকে তুলতে হত ১১ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ডকে চার বলের বেশি করতেই হল না। তার মধ্যে প্রথম বলটাই ওয়াইড। উল্টো দিকে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে একটা ছক্কা আর বাউন্ডারি সহ বাকি তিন বলে এল ১২ রান। বিশ্বের অন্যতম সেরা ‘ফিনিশার’কে আটকাতে চেষ্টা কম করেননি রোহিত শর্মারা। কিন্তু তাতে সফল হলেন কোথায়! উল্টে ওয়াংখেড়েতে মুম্বইয়ের এগারো ম্যাচ জেতার দৌড় থেমে গেল শনিবার চেন্নাইয়ের চার উইকেটে জয়ে। একই সঙ্গে আট ম্যাচে ছ’টাতে হেরে প্রায় বিদায়ের মুখে মুম্বই। তাদের ১৫৭-৬ তাড়া করতে নেমে চেন্নাই থামল ১৬০-৬। ধোনি অপরাজিত থাকেন ১২ বলে ২২ করে। ম্যাচের পর ধোনি আবার বলে দেন, “এখানকার উইকেট ব্যাট করার জন্য খুব ভাল। সেই কারণেই আমরা একটা পরিকল্পনা করে নেমেছিলাম।”

Advertisement

অন্য দিকে, কোটলায় বৃষ্টির লুকোচুরিতেও সূর্যোদয় আটকাল না সানরাইজার্স হায়দরাবাদের। শনিবার দিল্লি ডেয়ারডেভিলসকে আট উইকেটে হারাল শিখর ধবনের টিম। প্রথমে ব্যাট করে দীনেশ কার্তিক (৩৯), কেভিন পিটারসেনের (৩৫) ব্যাটের জোরে ১৪৩-৭ তুলেছিল দিল্লি।

জবাবে হায়দরাবাদ ব্যাট করতে নামলে বৃষ্টির দাপটে ম্যাচ হওয়াই এক সময় মুশকিল হয়ে দাঁড়ায়। মোট চার বার ম্যাচ আটকে যায় বৃষ্টিতে। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সানরাইজার্সের পরিবর্তিত টার্গেট দাঁড়ায় পাঁচ ওভারে ৪৩। নমন ওঝার দুটো ছক্কা-সহ তিন বলে অপরাজিত ১৩ রানের ইনিংসে জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এলেন শিখর ধবনরা। আর সাত ম্যাচ হেরে আইপিএল সাত থেকে প্রায় বিদায়ের মুখে দিল্লি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement