IIMC Recruitment 2026

প্রশাসনিক পদে কর্মী খুঁজছে এক রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ শর্তে মিলবে যোগদানের সুযোগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন-এর নয়া দিল্লি, ঢেঙ্কানল, আইজ়ল, অমরাবতী, জম্মু, কট্টোয়ামের ক্যাম্পাসে গ্রুপ এ, বি, সি পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন। ছবি: সংগৃহীত।

বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পাবেন চাকরির সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন তথা নয়া দিল্লি, ঢেঙ্কানল, আইজ়ল, অমরাবতী, জম্মু, কট্টোয়ামের ক্যাম্পাসে গ্রুপ এ, বি, সি পদে কর্মী প্রয়োজন। এই পদে ৩২-৫৬ বছর বয়সি ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। শূন্যপদ ৫১টি।

Advertisement

কোন কোন পদে নিয়োগ?

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এডিটর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সেকশন অফিসার, সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র প্রোগ্রামার, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করবেন?

সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সমাজবিজ্ঞান, সাহিত্য, নৃতত্ত্ব, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের উল্লিখিত পদে অন্তত পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

যোগ্যতা যাচাই কী ভাবে?

স্কিল টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

উল্লিখিত পদে অনলাইনে এবং ডাকযোগে আবেদনপত্র জমা নেওয়া হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ১২ জানুয়ারি, ডাকযোগে ১৯ জানুয়ারি পর্যন্ত আবেদন জানানো যাবে। আবেদনমূল্য ৫০০ থেকে ১,৫০০ টাকা। সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ সংক্রান্ত অন্য বিষয়ে জানতে প্রার্থীদের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement