ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ্য করে তির্যক অঙ্গভঙ্গি করেছিলেন বিরাট কোহলি। আর তাতে রীতিমতো অসন্তুষ্ট অস্ট্রেলীয় টেস্ট এবং ওয়ান ডে ক্যাপ্টেন স্টিভ স্মিথ। যা নিয়ে সরগরম ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ।
বৃহস্পতিবার মিডিয়ার সামনে বিরাটের সেই অঙ্গভঙ্গি মনে করিয়ে দিয়ে স্মিথ বলেন, ‘‘ও হয়তো ক্যাচটা নিয়ে আবেগ ধরে রাখতে পারেনি। তবে আমার মতে কেউ আউট হয়ে ফেরার সময় এ রকমের অঙ্গভঙ্গি করাটা ঠিক নয়।’’
যদিও এ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেননি বিরাট।
টিভি রিপ্লেতে দেখা গিয়েছে, সে দিন আউট হওয়ার আগে কমেন্টেটরদের সঙ্গে কথা বলছিলেন স্মিথ। কিন্তু কথা শেষ করার পরের বলেই বিরাটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ক্যামেরায় এই সময় বিরাটকে ধরলে দেখা যায়, ডান হাত দিয়ে স্মিথের কথা বলাকে ইঙ্গিত করছেন তিনি। আর বিতর্কও ঠিক এখান থেকেই শুরু হয়েছে।
তবে আউট হওয়া প্রসঙ্গে ভাষ্যকারদের সঙ্গে কথা বলা নয়, স্মিথ দুষেছেন নিজের ভুল শট নির্বাচনকেই। ‘‘কমেন্টেটরদের সঙ্গে কথা বলার জন্য নয়, প্রথম ম্যাচে ওই সময়টায় চার, ছ’য়ের বদলে ভারতীয় ফিল্ডারদের মাথার উপর দিয়ে চিপ করে শট মারতে চেয়েছিলাম। কিন্তু পরে আউট হয়ে বুঝতে পেরেছি, ওই সময় ওটা আমার করা উচিত হয়নি।’’ যদিও স্মিথের মন্তব্যে খুশি নন অস্ট্রেলীয় সমর্থকরা। তাঁদের মতে, কথা বলতে গিয়েই মনঃসংযোগ নষ্ট হয়ে গিয়েছিল স্মিথের।
এ রকম পরিস্থিতিতে স্মিথের পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের কথায়, ‘‘অজিরা ম্যাচের মাঝে কমেন্টেটরদের সঙ্গে কথাবার্তা বলতে অভ্যস্ত। চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদের মনঃসংযোগ নষ্ট করতে চাননি। এটাই তো ক্রিকেটের বিনোদন।’’