বিশ্বকাপে আসল নেইমারকে দেখা যাবে: সিলভা

বার্সেলোনার হয়ে ভাল মরসুম কাটেনি তাঁর। লা লিগায় এক ম্যাচ বাকি থাকতেই চোট নিয়ে মাঠের বাইরে তিনি। কিন্তু ১২ জুন তাঁর ঘাড়েই যে পড়তে চলেছে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশার চাপ। ব্রাজিলের প্রতিটা গলিতে যে তাঁর ছবি, রিওর দোকানে দোকানে তাঁরই ১০ নম্বর জার্সি বিক্রি হচ্ছে। প্রশ্ন এখন একটাই, চাপ সামলে দেশকে বিশ্বচ্যাম্পিয়নের আসনে বসাতে পারবেন? তিনি-- নেইমার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০১৪ ০৩:২৮
Share:

দশের সাম্রাজ্য। সাও পাওলোর রাস্তায় ব্রাজিল জার্সির পসরা। ছবি: এপি।

বার্সেলোনার হয়ে ভাল মরসুম কাটেনি তাঁর। লা লিগায় এক ম্যাচ বাকি থাকতেই চোট নিয়ে মাঠের বাইরে তিনি। কিন্তু ১২ জুন তাঁর ঘাড়েই যে পড়তে চলেছে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশার চাপ। ব্রাজিলের প্রতিটা গলিতে যে তাঁর ছবি, রিওর দোকানে দোকানে তাঁরই ১০ নম্বর জার্সি বিক্রি হচ্ছে। প্রশ্ন এখন একটাই, চাপ সামলে দেশকে বিশ্বচ্যাম্পিয়নের আসনে বসাতে পারবেন? তিনি-- নেইমার।

Advertisement

চারপাশে যখন নেইমারের ফর্ম নিয়ে জল্পনা চলছে, ব্রাজিলের কনফেডারেশনস কাপজয়ী অধিনায়ক থিয়াগো সিলভা কিন্তু ‘থাম্বস আপ’ দিয়ে দিলেন ‘ওয়ান্ডারকিডকে’। বলে দিচ্ছেন, “বিশ্বকাপে নেইমার খুব ভাল খেলবে।” এমনিতেই বার্সেলোনায় প্রথম মরসুমে মাঠের বাইরের ঘটনায় নেইমার বেশির ভাগ সময় শিরোনামে এসেছেন। তাঁর চুক্তি নিয়ে বিতর্কের জেরেই ইস্তফা দিতে হয়েছে বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকে। শোনা যাচ্ছে, এই কারণেই বিশ্বকাপে কোনও সাক্ষাৎকার দেবেন না বলে ঠিক করেছেন নেইমার। সিলভা বলেন, “আমার মনে হয় নেইমারের ব্যক্তিগত জীবন নিয়ে যা হয়েছে সেটা ঠিক নয়। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে ব্রাজিলের মিডিয়া ম্যানেজার ঠিক করেছিলেন ওকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার থেকে দূরে রেখে। সব প্রশ্নই হয়তো ওর ব্যক্তিগত জীবন নিয়ে করা হত।” তবে, মাঠে বা মাঠের বাইরের পরিস্থিতি যাই থাকুক, নেইমার বিশ্বকাপে চোখ ধাঁধানো ফুটবল উপহার দেবেন, সেই কথাই বিশ্বাস করছেন সিলভা। তিনি বলেন, “নেইমার খুব বুদ্ধিমান ফুটবলার। ওকে সবাই ভালবাসে। সারা বিশ্বে ওর অনেক সমর্থক। ওর প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই।”

নিজের দেশে বিশ্বকাপের চাপ তো আছেই। সঙ্গে আবার হয়তো অধিনায়কের দায়িত্বও তাঁকেই নিতে হবে। তবুও সিলভা বলেন, “বিশ্বকাপ জিতলে গোটা দেশের ছবি কী হবে, সেটা প্রতিদিন রাতেই ভাবছি। সমর্থকরাই যখন এতটা চিন্তিত, এক বার ভেবে দেখুন ফুটবলারদের অবস্থাটা কী।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement