‘মাস্টার ক্যাম্পে’ ডাক প্রাক্তনদেরও

বঙ্গ ব্যাটিংয়ের হাল ফেরাতে শুরু হচ্ছে সৌরভের ব্যাটিং-ক্লাস

ওয়াকার ইউনিস এবং মুথাইয়া মুরলীধরন বাংলার পেসার ও স্পিনারদের একপ্রস্থ দেখে গিয়েছেন। সিএবি-র ‘ভিশন ২০২০’ প্রোজেক্টে বাকি ছিল শুধু ব্যাটসম্যানদের ক্লাস। এ বার সেটাও শুরু হয়ে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে। আগামী ২১ এপ্রিল থেকে বাংলার ব্যাটসম্যানদের নিয়ে সেশন শুরু করছেন সৌরভ। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। শুক্রবার সিএবি-তে কর্তাদের সঙ্গে বৈঠক করে যান সৌরভ। সেখানেই ব্যাপারটা ঠিক হয়। স্পিনার ও পেসারদের মতো এ বার ময়দানের ক্লাবগুলোর কাছে ব্যাটসম্যান চাওয়া হবে। যাঁদের দেখবেন স্বয়ং সৌরভ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ০৩:৪০
Share:

ওয়াকার ইউনিস এবং মুথাইয়া মুরলীধরন বাংলার পেসার ও স্পিনারদের একপ্রস্থ দেখে গিয়েছেন। সিএবি-র ‘ভিশন ২০২০’ প্রোজেক্টে বাকি ছিল শুধু ব্যাটসম্যানদের ক্লাস। এ বার সেটাও শুরু হয়ে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে।

Advertisement

আগামী ২১ এপ্রিল থেকে বাংলার ব্যাটসম্যানদের নিয়ে সেশন শুরু করছেন সৌরভ। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। শুক্রবার সিএবি-তে কর্তাদের সঙ্গে বৈঠক করে যান সৌরভ। সেখানেই ব্যাপারটা ঠিক হয়। স্পিনার ও পেসারদের মতো এ বার ময়দানের ক্লাবগুলোর কাছে ব্যাটসম্যান চাওয়া হবে। যাঁদের দেখবেন স্বয়ং সৌরভ।

শুধু ব্যাটসম্যানদের ক্লাস নেওয়াই নয়। আরও কয়েকটা ব্যাপার এ দিনের বৈঠকে ঠিক করা হল। ওয়াকার-মুরলীরা সিএবি-কে বলে গিয়েছিলেন যে, শুধু কলকাতায় আটকে থাকলে চলবে না। জেলা থেকেও প্রতিভা তুলে আনতে হবে। প্রস্তাব মতো বিভিন্ন জেলায় ওপেন ট্রায়ালও চালু হয়ে যায়। আগামী ৪ মে যা শেষ হচ্ছে। এবং ৫ মে থেকে চূড়ান্ত বাছাই পর্ব চালু হয়ে যাবে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে মাস্টার ক্যাম্প। যেখানে ঠিক করা হবে কাদের ‘ভিশন ২০২০’-র জন্য সরিয়ে রাখা হবে। এবং ওই মাস্টার ক্যাম্প শেষে যে নামগুলো উঠে আসবে, তাদের তুলে দেওয়া হবে মুরলী-ওয়াকারদের হাতে। পরবর্তী শিবিরে।

Advertisement

যে কাজের জন্য ভাবা হচ্ছে বাংলার দিকপাল প্রাক্তন ক্রিকেটারদের। এ দিনের বৈঠকে বঙ্গ ক্রিকেটের অতীত নায়কদের কয়েক জনের নামও প্রস্তাব করে যান সৌরভ। যা খবর তাতে, ব্যাটিং-প্রতিভা বাছাইয়ের ব্যাপারে চূড়ান্ত দায়িত্ব দেওয়া হতে পারে গোপাল বসু, পলাশ নন্দীদের মতো প্রাক্তনদের। পেসারদের ব্যাপারটা আবার দেখতে পারেন বরুণ বর্মন, সাগরময় সেনশর্মা। স্পিনার-বাছাইয়ের দায়িত্ব পেতে পারেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রণব নন্দীর মতো কেউ। এবং এই মাস্টার ক্যাম্প চলবে ৫ থেকে ১১ মে। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, “কয়েকটা সিদ্ধান্ত আজ আমরা নিয়েছি। মুরলীদের হাতে বাছাই করা প্লেয়ারই আমরা এ বার দেব।” পাশাপাশি বৈঠকে আরও ঠিক হল যে, ‘ভিশন ২০২০’-র সিস্টেমের মধ্যে বাংলার সিনিয়র প্লেয়ারদেরও রাখতে হবে। এতে দু’টো সুবিধের কথা বলা হচ্ছে। এক, কোনও জুনিয়রকে ভাল লাগলে তাকে নিয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারবে লক্ষ্মীরতন শুক্ল-র বঙ্গ টিম ম্যানেজমেন্ট। দুই, পাশের নেটে যদি মনোজ তিওয়ারিকে ব্যাটিং বা অশোক দিন্দাকে বল করতে দেখে কোনও জুনিয়র ক্রিকেটার, সে-ও মোটিভেটেড হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement