রানে ফিরতে ‘দাদা’র টোটকা কোহলিকে

ম্যাচের আগে প্ল্যান করো, মাঠে নেমে সব ভুলে ব্যাটিংয়ে মন দাও

আইপিএল সেভেনের চতুর্থ সপ্তাহে এসে দেখা যাচ্ছে টেবিলের উপর দিকে সে রকম কোনও বদল হয়নি। পঞ্জাব এবং চেন্নাই এক পা প্লে অফের দিকে বাড়িয়ে বসে আছে। প্রথম দু’সপ্তাহ আমরা গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড মিলারের ব্যাটিং দেখে বিস্মিত হয়েছি। কিন্তু মাস খানেক পর বিশ্বাস করতে শুরু করেছি ওই ধরনের ব্যাটিং ওরা ধারাবাহিক ভাবে করতে পারে। আর সেটা কিন্তু যে কোনও ব্যাটসম্যানের পক্ষে দুর্দান্ত একটা কম্বিনেশন। আশা করব, ওরা এই খেলাটা সব ধরনের ফর্ম্যাটে খেলতে পারবে।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১১ মে ২০১৪ ০২:৫৮
Share:

আইপিএল সেভেনের চতুর্থ সপ্তাহে এসে দেখা যাচ্ছে টেবিলের উপর দিকে সে রকম কোনও বদল হয়নি। পঞ্জাব এবং চেন্নাই এক পা প্লে অফের দিকে বাড়িয়ে বসে আছে। প্রথম দু’সপ্তাহ আমরা গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড মিলারের ব্যাটিং দেখে বিস্মিত হয়েছি। কিন্তু মাস খানেক পর বিশ্বাস করতে শুরু করেছি ওই ধরনের ব্যাটিং ওরা ধারাবাহিক ভাবে করতে পারে। আর সেটা কিন্তু যে কোনও ব্যাটসম্যানের পক্ষে দুর্দান্ত একটা কম্বিনেশন। আশা করব, ওরা এই খেলাটা সব ধরনের ফর্ম্যাটে খেলতে পারবে।

Advertisement

পঞ্জাব ব্যাটিংয়ের দিকে একবার তাকিয়ে দেখুন। শুরুতে সহবাগ। সহবাগকে আউট করলেন তো নামছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল ফিরে গেল তো মিলার। আর সবার শেষে বেইলি। সবাই কোনও না কোনও ভাবে টিমের কাজে লাগছে। তাই পঞ্জাব আজ লিগ টেবিলের এক নম্বর। উল্টো দিকে এ বারের আইপিএলটা যে ভাবে যাচ্ছে, তাতে রীতিমতো হতাশ হবে বেঙ্গালুরু। কিন্তু এখনও সময় আছে। গেইল, কোহলি, ডেভিলিয়ার্স, যুবরাজ অসাধারণ সব প্রতিভা। কিন্তু কোথায় যেন ব্যাটিং লাইনে নির্ভরতার একটা অভাব আছে। কোহলি ক্রমে বুঝতে পারছে ব্যাটিং আর নেতৃত্বের কম্বিনেশনটা একটু অন্য রকম। দুটো ব্যাপারকে সফল ভাবে সামলানোর মানসিক রসায়নটা খুব তাড়াতাড়ি আয়ত্ত্ব করতে হবে কোহলিকে।

এটা কিন্তু খুব কঠিন ব্যাপার কিছু নয়। এ ব্যাপারে কোহলিকে আমার একটা পরামর্শ দেওয়ার আছে। ম্যাচ শুরুর আগে একটা প্ল্যান করে নাও। তারপর সেটা মাথা থেকে বার করে দাও আর পুরোপুরি মনঃসংযোগ করো রান করার উপরে। যদিও জানি, ভুল সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রভাব পড়বে কোহলির উপর। সময় গেলে কোহলি আরও বুঝতে পারবে অধিনায়ককে অনেক ট্যাকটিকাল সিদ্ধান্ত মাঠে নেমে নিতে হয়। ম্যাচে কখন কী ঘটছে, তার সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল থাকতে হয়। তবে সব মিলিয়ে এখন কোহলিকে রিল্যাক্স থাকার একটা রাস্তা বার করতে হবে। বেশি চিন্তা করলে আপনি কিন্তু মানসিক ভাবে আগেই ক্লান্ত হয়ে পড়বেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন