বাংলার ওপেনারদের ভিভিএস টোটকা

রান ভুলে যাও, বোঝো লেংথ

মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়ের পর এ বার বাংলার দুই ওপেনার। ইডেনে ভেরি ভেরি স্পেশ্যাল ক্লাসের শেষ দিনটা বাংলার দুই ওপেনার অরিন্দম দাস এবং রোহন বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ রাখলেন ভিভিএস লক্ষ্মণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০৩:১২
Share:

মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়ের পর এ বার বাংলার দুই ওপেনার। ইডেনে ভেরি ভেরি স্পেশ্যাল ক্লাসের শেষ দিনটা বাংলার দুই ওপেনার অরিন্দম দাস এবং রোহন বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ রাখলেন ভিভিএস লক্ষ্মণ।

Advertisement

আগামী রবিবার থেকে মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বাংলা। তার আগে ওপেনারদের কী মানসিকতা থাকা দরকার, সেটা লক্ষ্মণ বুঝিয়ে দেন অরিন্দমদের। অরিন্দমের সঙ্গে টেকনিক, মানসিকতা নিয়ে মাঝেও কথাবার্তা হয়েছিল। রোহনকে বরং এ দিন প্রথম ডেকে নেন লক্ষ্মণ। তিরিশ-চল্লিশ করে ইদানিং আউট হয়ে যাচ্ছিলেন রোহন। বাংলার বাঁ হাতি ওপেনারকে বলা হয়, বলের লেংথ ঠিকঠাক করে ধরতে। তাঁর যেটায় সমস্যা হচ্ছে। আরও বলা হয়, ওপেন করতে নামলে মানসিকতা বদলানোর দরকার পড়ে। রোহনেরও সেটার প্রয়োজন আছে। হাফসেঞ্চুরির কাছাকাছি পৌঁছোলে স্কোরবোর্ডের দিকে তাকাতেও বারণ করা হয়েছে। “উনি বলেছেন, রান দেখা চলবে না। একটা দু’টো খোঁচা গেলে যাবে, কিন্তু তাতে পাত্তা দেওয়া যাবে না,” পরে বলছিলেন রোহন। ঋত্বিক চট্টোপাধ্যায়ের মতো জুনিয়রদের সঙ্গেও এ দিন কথাবার্তা বলেন লক্ষ্মণ। সবুজ উইকেটে কী ধরণের মানসিকতা নিয়ে নামা উচিত, ঋত্বিকদের বুঝিয়েছেন ভিভিএস। শোনা গেল বলেছেন, যেন তেন প্রকারেণ পড়ে থাকাটাই সবুজ পিচে সাফল্যের চাবিকাঠি।

এ দিকে, বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে জাহির খানের নামার একটা সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি আসছেন না। মুম্বই এ দিন বাংলার বিরুদ্ধে নিজেদের পনেরো জনের দল ঘোষণা করল। তাতে সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর এবং অভিষেক নায়ার বাদে তেমন কোনও নাম নেই। উত্তরপ্রদেশের বিরুদ্ধে নামা টিমের থেকে ছ’জন ক্রিকেটারকে পাল্টে ফেলল মুম্বই। যদিও উত্তরপ্রদেশ ম্যাচ থেকে ছ’পয়েন্ট পেয়েছিল তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন