রোনাল্ডো-রহস্যের সমাধান

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট নিয়ে রহস্য কাটল। সাম্প্রতিক কালে বিশ্ব ফুটবলের কোটি টাকার প্রশ্ন হয়ে উঠেছে, ব্রাজিলের মাটিতে বিশ্বের সেরা ফুটবলার খেলতে পারবেন তো? এক দিন তিনি ফিট হয়ে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে খেলছেন। আবার পরের দিনই পুরো অনুশীলন শেষ না করেই মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০৪:১৫
Share:

পর্তুগাল প্র্যাকটিসে সিআর সেভেন। ছবি: এএফপি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট নিয়ে রহস্য কাটল। সাম্প্রতিক কালে বিশ্ব ফুটবলের কোটি টাকার প্রশ্ন হয়ে উঠেছে, ব্রাজিলের মাটিতে বিশ্বের সেরা ফুটবলার খেলতে পারবেন তো? এক দিন তিনি ফিট হয়ে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে খেলছেন। আবার পরের দিনই পুরো অনুশীলন শেষ না করেই মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।

Advertisement

যদিও সোমবারের জার্মানি ম্যাচের আগে পর্তুগালের পোস্টার-বয়ের ফিটনেস নিয়ে বিতর্ক উড়িয়ে তাঁকে ‘একশো শতাংশ ফিট’ সার্টিফিকেট দিলেন সিআর সেভেনের সতীর্থ উইলিয়াম কারভালহো। জোয়াকিম লো-র দলকে আগাম সতর্ক বার্তা পাঠিয়ে দিচ্ছেন তিনি। জার্মানির বিরুদ্ধে পর্তুগালের টেক্কা কিন্তু আক্রমণে থাকতে চলেছেন। কারভালহোর কথায়, “রোনাল্ডো একশো শতাংশ ফিট। অনুশীলনে ওকে দেখে মনে হল না, কোনও সমস্যা আছে। রোনাল্ডো ম্যাচ-ফিট কি না সেটা ডাক্তাররাই ঠিক করবেন। কিন্তু মাঠে ওকে দেখে মনে হল একদম ফিট। জার্মানির বিরুদ্ধে নামতে তৈরি।”

মেগা ম্যাচের আগে শনিবার কাম্পিনাসে শেষ পর্বের প্রস্তুতি সেরেছে পর্তুগাল। যেখানে উপস্থিত ছিলেন রোনাল্ডো। ছিলেন পর্তুগিজ ফেডারেশনের প্রেসিডেন্ট। গোটা অনুশীলনে খোশমেজাজেই ছিলেন ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো। টেন্ডোনাইটিস সমস্যায় অনুশীলনে হাল্কা ট্রেনিং করেন সিআর সেভেন। সঙ্গে ওয়ার্ম আপও পুরোদমে চলে। জার্মানি ম্যাচ খেলতে শনিবারই সালভাদর রওনা হচ্ছে পর্তুগাল দল। রবিবার ফন্তেনোভার মাঠে শেষ অনুশীলন করবে পাওলো বেন্তোর দল। যার আগে আবার দলের তারকা ডিফেন্ডার ব্রুনো আলভেজ জানিয়ে দিলেন, রোনাল্ডোর উপর নির্ভরশীল তাঁদের দল। “বিশ্বের সেরা ফুটবলারকে জার্মানির বিরুদ্ধে খেলতেই হবে। রোনাল্ডো থাকলে আমাদের দলের আত্মবিশ্বাস বাড়ে। ও আমাদের প্রধান ভরসা।”

Advertisement

এক দিকে রোনাল্ডোর চোট নিয়ে যখন ধোঁয়াশা রয়ে যাচ্ছে, জার্মান দুর্গে রোনাল্ডোর হানা বন্ধ করতে আগাম নীল-নকশা তৈরি করছেন জোয়াকিম লো। এমনকী দরকার পড়লে পাঁচ ডিফেন্ডার দিয়ে রক্ষণ আঁটোসাঁটো করবেন জার্মান কোচ। বলেছেন, “রোনাল্ডো পুরো ফিট না থাকলেও বিশ্বের যে কোনও ডিফেন্ডারের রাতের ঘুম কাড়তে পারে। ওর দৌড় আটকানোই আমাদের প্রধান লক্ষ্য। প্রতি মিনিটেই মাঠে নজর রাখতে হবে ওর পজিশনের দিকে। যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারবে ও।”

রোনাল্ডো, নানির মতো দ্রুত গতির ফুটবলার থাকায় প্রতি-আক্রমণে জার্মানিকে মাত করে দেওয়ার চেষ্টা করবে পাওলো বেন্তোর দল, সেই আশঙ্কা করে কথা লো যোগ করেন, “আমরা বল দখলের উপরে খেলাটা সাজাব। আমার মনে হয় পর্তুগাল প্রতি-আক্রমণে খেলবে। অপেক্ষা করবে কখন আমরা বল হারাই।” লো-র দুশ্চিন্তা দূর করে পর্তুগাল ম্যাচে জার্মান গোলের নীচে থাকতে চলেছেন ম্যানুয়েল ন্যয়ার। ঘাড়ের চোটে কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি বায়ার্ন গোলকিপার। কিন্তু শুক্রবার থেকেই আবার অনুশীলনে যোগ দেন ন্যয়ার। লো বলেছেন, “ম্যানুয়েলের কোনও সমস্যা নেই। পর্তুগাল ম্যাচে প্রথম দলে রাখতেই পারি ওকে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন