রেফারিকে খুনের হুমকি বসনিয়া সমর্থকদের

২৪ ঘণ্টা আগেই অন লাইন আবেদনে রেফারি পিটার ওলিয়ারির বহিষ্কার দাবি করেছিলেন বসনিয়ার সমর্থকরা। এ বার নিউজিল্যান্ডের ওই রেফারিকে খুনের হুমকিও দেওয়া হল। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার নাইজিরিয়া আর বসনিয়ার ম্যাচে। আর্জেন্তিনার কাছে হারের পর এই ম্যাচেও ০-১ পরাজয়ে বসনিয়ার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া নিশ্চিত হয়ে যায়। এর পরই রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বসনিয়ার সমর্থকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০৩:২৬
Share:

২৪ ঘণ্টা আগেই অন লাইন আবেদনে রেফারি পিটার ওলিয়ারির বহিষ্কার দাবি করেছিলেন বসনিয়ার সমর্থকরা। এ বার নিউজিল্যান্ডের ওই রেফারিকে খুনের হুমকিও দেওয়া হল। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত শনিবার নাইজিরিয়া আর বসনিয়ার ম্যাচে। আর্জেন্তিনার কাছে হারের পর এই ম্যাচেও ০-১ পরাজয়ে বসনিয়ার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া নিশ্চিত হয়ে যায়। এর পরই রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বসনিয়ার সমর্থকরা। তাঁদের অভিযোগ ছিল ম্যাচের প্রথমার্ধে এডিন জেকোর গোল অন্যায় ভাবে বাতিল করে দেন ওই রেফারি। তা ছাড়া নাইজিরিয়ার যে গোলে তাঁদের ছিটকে যেতে হয় সেটির ক্ষেত্রেও ত্রুটি ছিল। গোলটি করার আগেই নাইজিরিয়ার গোলদাতা ফাউল করে বসেছিলেন। কিন্তু রেফারি তা দেননি। তবে সবচেয়ে বেশি ক্ষোভ দেখা দেয় ম্যাচ শেষের পর ওলিয়ারির নাইজিরিয়ার গোলকিপারের সঙ্গে প্রায় উৎসবে মাতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ায়।

বসনিয়ার সমর্থকরা এর পর অন লাইনে ফিফাকে আবেদন জানান ম্যাচের ফল ১-১ করতে। সঙ্গে রেফারিকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করার দাবিও। যাতে প্রায় ২৩ হাজার সমর্থক সই-ও করেন। শুধু তাই নয়, অন লাইন আবেদনে খুনের হুমকিও পান রেফারি। নিউজিল্যান্ডের পুলিশও যা স্বীকার করেছে। এক সমর্থক হুমকি দেন, “এই আবেদনে যদি কাজ না হয়, তা হলে রাতে রেফারির বাড়িতে আগুন জ্বালিয়ে দেব।” ঘটনায় নড়েচড়ে বসে ফিফা। ওলিয়ারি আর ওই ম্যাচের সহকারী রেফারিদের সিদ্ধান্ত ফিফা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওলিয়ারির নিজের পারফরম্যান্স নিয়ে কোনও আক্ষেপ নেই। নিউজিল্যান্ডের ফুটবল ডেভলপমেন্ট অফিসার কেন ওয়ালেস সে দেশের মিডিয়ায় জানিয়েছেন, “ম্যাচের পর আমি ওলিয়ারির সঙ্গে কথা বলেছি। সমর্থকদের আচরণে ও হতাশ। তবে নিজের পারফরম্যান্সে খুশি।” খুনের হুমকি পেলেও ব্রাজিলে ওলিয়ারির নিরাপত্তা নিয়ে অবশ্য আশঙ্কার কোনও কারণ দেখছেন না তিনি। বরং রিও-তে ওলিয়ারির নিরাপত্তা ‘দুর্দান্ত’ বলে মন্তব্যও করেছেন তিনি। এ দিকে শুধু সমর্থকরাই নন, বসনিয়ার ফুটবলাররাও ক্ষোভ চেপে রাখতে পারছেন না। টিমের তারকা প্লেয়ার জেকো যেমন বলে দেন, “রেফারিই আমাদের ডুবিয়ে দিলেন। ওঁর জন্য ম্যাচের ফলটাই বদলে গেল। ম্যাচটাও। এই জন্যই আমরা হারলাম।” ২০ মিনিটে জেকোর গোল অফসাইডের জন্য বাতিল করে দেন ওলিয়ারি। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, জেকো অনসাইড ছিলেন। এই ভুল কিছুতেই মেনে নিতে পারছেন না বসনিয়ার সমর্থকরা। এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গত দু’দশক ধরে বসনিয়ায় অশান্তির পর সম্প্রতি বন্যার ধাক্কা সামলেও আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম। বিশ্বকাপে ভাল ফল করলে দেশের মানুষের মুখে একটু হাসি ফুটত। কিন্তু অনভিজ্ঞ রেফারিই আমাদের সব স্বপ্নে জল ঢেলে দিলেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement